World

মাত্রা ছাড়াল গরম হাওয়া, জঙ্গলে ঢুকতেই একাধিক দেশে জ্বলে উঠল কাঠ

তাপপ্রবাহ শব্দটার সঙ্গে এখন গোটা বিশ্ব পরিচিত। সেই তাপপ্রবাহ তো অতি গরম বাতাস। সেই অতি গরম বাতাস এবার আগুনের স্ফুলিঙ্গ হয়ে জ্বালিয়ে দিল লক্ষ লক্ষ হেক্টর ছোট বড় গাছ।

Published by
News Desk

এই সময় ইউরোপ ও আমেরিকায় দাবানলের দাপট দেখতে পাওয়া যায়। তবে এবার সেই দাবানল অন্য এক রূপ পেয়েছে। এবার তাকে আরও জ্বলে ওঠার ইন্ধন দিচ্ছে অতি গরম বাতাস। ইউরোপ জুড়ে তাপপ্রবাহ এক ভয়ংকর চেহারা নিয়েছে।

স্পেন, পর্তুগাল, গ্রিস, ফ্রান্স, ব্রিটেন, ইতালি, বুলগেরিয়া, রোমানিয়া, স্লোভেনিয়া, অস্ট্রিয়া এবং এমন দেশগুলিতে তাপপ্রবাহ এমন জায়গায় পৌঁছে গেছে যে মানুষ পরিত্রাণ পেতে রাস্তার ফোয়ারাতেও ডুব দিচ্ছেন।

তাপপ্রবাহ সহ্য করতে না পেরে বহু মানুষ হাসপাতালে। এই তাপপ্রবাহ শুধু মানুষের জন্য ভয়ংকর হচ্ছে তাই নয়, একের পর এক জঙ্গল জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। কাঠের জঙ্গল লক্ষ লক্ষ হেক্টর জুড়ে জ্বলছে।

ইউরোপিয়ান ইউনিয়নের হিসাব বলছে নানা দেশ মিলিয়ে ৪ লক্ষ ৩৯ হাজার ৫৬৮ হেক্টর জঙ্গল জ্বলছে। এ আগুন নেভা তো দূরের কথা ছড়িয়ে পড়েই চলেছে। আর তার বড় কারণ তাপপ্রবাহ।

অন্যদিকে সুইডেন, নরওয়ে এবং ফিনল্যান্ড সাধারণ দাবানলের চেয়েও ভয়ংকর দাবানল সহ্য করতে চলেছে। এভাবে জঙ্গলের পর জঙ্গল জ্বলতে থাকা অবশ্যই ইউরোপের বনাঞ্চলের ওপর বড় ধাক্কা। প্রকৃতির ওপর বড় ধাক্কা।

শুধু গ্রিসেই ১০৯টি জঙ্গল জ্বলছে। অধিকাংশ জায়গাতেই দমকল বাহিনীর সদস্যরা দিনরাত এক করে আগুন নেভানোর চেষ্টা করলেও তাতে ফল তেমন কিছু হচ্ছেনা। একটা জায়গায় আগুনের দাপট একটু কমাতে না কমাতেই অন্য জায়গা জ্বলে উঠছে। আর তার বড় কারণ শুকনো গরম বাতাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share