অগাস্ট ও সেপ্টেম্বরে কেমন বৃষ্টি হতে চলেছে, জানিয়ে দিল আবহাওয়া দফতর
বর্ষা অগাস্ট, সেপ্টেম্বরেও পিছু ছাড়ে না। এবার অগাস্ট ও সেপ্টেম্বরে কেমন বৃষ্টি হবে, প্রবল বৃষ্টি নাকি বৃষ্টির দাপট কমবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর।

বাংলা ক্যালেন্ডারে এখন শ্রাবণ মাস। শ্রাবণ শেষ তবে অগাস্টের মাঝে। তারপর ভাদ্র মাস। খাতায় কলমে ভাদ্র, আশ্বিন শরৎকাল। কিন্তু ভারতের মত দেশে বর্ষা ৪ মাস ধরে স্থায়ী হয়। সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা চলে।
এবার জুন, জুলাই মাসেই অতি প্রবল বৃষ্টির মুখে পড়তে হয়েছে ভারতের অধিকাংশ অংশকে। বাদ যায়নি পশ্চিমবঙ্গও। ১৯৯০ সালের পর জুলাই মাসে এত বৃষ্টি খোদ কলকাতা শহরই দেখেনি।
এখন সকলেরই প্রশ্ন জুন, জুলাই তো প্রবল বৃষ্টিতে কাটল। অগাস্ট, সেপ্টেম্বরে কি বৃষ্টির দাপট কিছুটা কমবে? নাকি এই ভারী বৃষ্টির সঙ্গেই আরও ২ মাস কাটাতে হবে? আবহাওয়া দফতর কিন্তু পরিস্কার করে দিয়েছে চিত্রটা।
আবহাওয়া দফতর জানাচ্ছে, অগাস্ট ও সেপ্টেম্বর মাসে ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি হবে। পরিমাণ হবে আনুমানিক ১০৬ শতাংশ। স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি বৃষ্টি পেতে চলেছে ভারত। তবে ব্যতিক্রম রয়েছে।
উত্তরপূর্ব ভারত এবং তৎসংলগ্ন পূর্ব ভারতের রাজ্যগুলি স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি পেতে পারে। কম বৃষ্টি পেতে পারে মধ্য ভারতের কিছু অংশ এবং দক্ষিণ পশ্চিম উপকূলীয় এলাকা।
এছাড়া সারা ভারত জুড়েই প্রবল বৃষ্টি হবে। দীর্ঘকালীন পরিসংখ্যানের হিসাবে যা স্বাভাবিকের চেয়ে ৬ শতাংশ বেশি হবে। অগাস্ট সেপ্টেম্বর মিলিয়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি ভারত পেতে চলেছে বলে পূর্বাভাস। কারণ আবহাওয়া দফতর বর্ষার দ্বিতীয় ভাগ হিসাবে ধরে অগাস্ট ও সেপ্টেম্বরকে।
শুধু অগাস্টে অবশ্য স্বাভাবিক বৃষ্টিই আশা করছে আবহাওয়া দফতর। কিন্তু সেপ্টেম্বরে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যা অগাস্ট ও সেপ্টেম্বর মিলিয়ে হিসাবে স্বাভাবিকের চেয়ে বেশিতে নিয়ে চলে যাবে বৃষ্টিপাতের পরিমাণকে।