ত্রিফলায় বিদ্ধ রাজ্যের আকাশ, অতিভারী বৃষ্টি, ৭ দিনের পূর্বাভাস দিল আবহাওয়া দফতর
আগামী ৭ দিনে বৃষ্টি কি পিছু ছাড়বে, নাকি প্রবল বৃষ্টিতে নাকানিচোবানি খেতে হবে কলকাতা সহ রাজ্যবাসীকে। দিন ধরে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

ভরা শ্রাবণে কলকাতা সহ রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত হওয়ার অবস্থা হয়েছে। বৃষ্টি থামার নাম নিচ্ছে না। এবার যে দেশে অতিবৃষ্টি হতে চলেছে তা বর্ষা নামার আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর।
এবার তা মিলেও যাচ্ছে। বাদ যাচ্ছেনা পশ্চিমবঙ্গও। আগামী ৭ দিনে রাজ্যের মানুষকে কোথায় কেমন বৃষ্টি সহ্য করতে হবে তার পূর্বাভাস দিয়ে দিল আবহাওয়া দফতর।
আবহাওয়া দফতর জানাচ্ছে, একটি নিম্নচাপ অক্ষরেখা আরবসাগর থেকে শুরু করে গুজরাট, মধ্যপ্রদেশ, ছত্তিসগড়, ঝাড়খণ্ড হয়ে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে।
সেই সঙ্গে একটি সক্রিয় মৌসুমি অক্ষরেখা রয়েছে শ্রীগঙ্গানগর, চুরু, গোয়ালিয়র, খাজুরাহো, ডাল্টনগঞ্জ, পুরুলিয়া থেকে ক্যানিং পর্যন্ত। এই ২টির সঙ্গে যোগ দিয়েছে একটি ঘূর্ণাবর্ত। যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর অবস্থান করছে। এই ত্রিফলায় আপাতত বিদ্ধ রাজ্যের আকাশ।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতে বজ্র বিদ্যুৎসহ ঝোড়ো হাওয়া এবং সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে আগামী শুক্রবার পর্যন্ত। ফলে ভারী বৃষ্টি শুক্রবার পর্যন্ত পিছু ছাড়বে না।
রবিবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টিও হতে থাকবে। অন্যদিকে শুক্রবার থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি বাড়বে। অতিভারী বৃষ্টি হতে পারে সেখানে। উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বৃষ্টির জেরে তিস্তা, জলঢাকা ও তোর্সা নদীর জলস্তর নিয়ে চিন্তিত আবহবিদরা।
কারণ সেখানে শুক্রবার থেকে অতিভারী বৃষ্টি শুরু হয়ে প্রায় ৭ দিন চলবে। যা ওই নদীগুলিকে ফুঁসে ওঠার মত জলের সরবরাহ করেই দেবে।