World

আরও ১০ গুণ বাড়বে গরম, আবহাওয়ার জরুরি অবস্থা, কোথায় কবে জানালেন বিশেষজ্ঞেরা

নানা প্রান্তে আবহাওয়ার জরুরি অবস্থা তৈরি হয়েছে। কারণ বাড়াবাড়ি রকমের তাপপ্রবাহ। বিশেষজ্ঞেরা বলছেন আরও ১০ গুণ বৃদ্ধির জন্য তৈরি থাকুন।

ভারতের বিভিন্ন প্রান্তে এখন বর্ষার প্রভাবে গরমটা তুলনামূলক ভাবে কমেছে। তাও রোদ চড়া হলেই টের পাওয়া যাচ্ছে অসহ্য গরমের ছেঁকা। এদিকে ইউরোপ আর মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এখন আবার অতি ভয়ংকর গরম।

এমন গরম যে তার সঙ্গে পরিচিতই নন কেউ। তাপপ্রবাহ যে এত ঘনঘন হতে পারে সে সম্বন্ধে কোনও ধারনাই ছিলনা এখানকার সাধারণ মানুষের। ফল হয়েছে মারাত্মক।

ইতিমধ্যেই ইউরোপের ইতালি ও স্পেন মিলিয়ে ৮ জনের জীবন কেড়ে নিয়েছে মাত্রা ছাড়া গরম। এখানে একটি এমন উচ্চচাপ বলয় রয়েছে যা উত্তর আফ্রিকা থেকে বয়ে আসা গরম বাতাসকে ধরে রাখছে। ফলে গরম বাড়ছে।

অন্যদিকে ইরানের অবস্থাও শোচনীয়। তেহরানে পারদ ৪০ ডিগ্রি পার করেছে। এবার ইরানের কয়েক জায়গায় ৫০ ডিগ্রি পার করেছে তাপমাত্রা। তেহরানের মানুষকে ২০ শতাংশ জল খরচ কমানোর পরামর্শ দিয়েছে সে দেশের সরকার।

কারণ যে জলাধার থেকে তেহরানে জল সরবরাহ হয়, সেই জলাধারটি ঐতিহাসিকভাবে তলানিতে গিয়ে ঠেকেছে। জল গরমে শুকিয়ে যাচ্ছে। তেহরান থেকে ৩ হাজার ৫০০ কিলোমিটার দূরে গ্রিসের আথেন্সে-র হালও একই। অসহ্য গরম।

এমন গরম যার সঙ্গে আথেন্সবাসী পরিচিতই নন। তাপপ্রবাহ চলছে। গরমে বেড়েই চলেছে দাবানল। জঙ্গল জ্বলছে অনেক জায়গায়। কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস-এর বিশেষজ্ঞেরা আরও আতঙ্কের কথা জানিয়েছেন।

তাঁদের দাবি, চলতি শতকের শেষের দিকে পৌঁছে বিভিন্ন জায়গার স্বাভাবিক তাপমাত্রা ১০ গুণ বৃদ্ধি পাবে। সে গরম ভাবনারও বাইরে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Show Full Article

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *