World

আতঙ্কের আরেক নাম হয়ে দেখা দিল বিগত জুন মাস

এমন জুন মাস এর আগে কখনও দেখেনি এই অঞ্চল। ফলে এই অচেনা জুন বহু মানুষের জন্য আতঙ্কের আর এক নাম হয়ে দেখা দিয়েছে।

Published by
News Desk

এমন একটা জুন মাসের জন্য মোটেও তৈরি ছিলেননা তাঁরা। যদিও এমন আভাস গতবছরই পেয়েছিলেন। এবার গতবছরের রেকর্ডও মুছে দিল পশ্চিম ইউরোপের অপেক্ষাকৃত শীতল অঞ্চল।

জুন মাসের ১৭ থেকে ২২ তারিখ এবং ৩০ জুন ও ১ জুলাই, এই কয়েকদিনে তাপপ্রবাহ এমন অবস্থায় পৌঁছয় যে বহু মানুষ ঘর থেকে বার হননি। বিশ্ব উষ্ণায়ন এমন এক পর্যায় ছুঁয়েছে যে ইউরোপ জুড়ে প্রতিবছরই গরম মাত্রা ছাড়াচ্ছে। তৈরি হচ্ছে নতুন রেকর্ড।

কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ড এবং ব্রিটেনের পারদ এমন পর্যায়ে পৌঁছেছে জুন মাসে যে প্রাত্যহিক উত্তাপের গড় নিরিখে এই অঞ্চল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।

এখানে গত ৩০ জুন তাপমাত্রা পৌঁছয় ২৪.৯ ডিগ্রিতে। যা এই অঞ্চলে জুন মাসে সর্বাধিক। এই অচেনা গরম আবার রাতেও বিশেষ বদলাচ্ছে না। ফলে দিনে এখানকার বাসিন্দাদের গরম থেকে যে ক্লান্তি পেয়ে বসছে তা থেকে রাতেও মুক্তি মিলছেনা। ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সবচেয়ে খারাপ অবস্থা বয়স্ক মানুষজনের ক্ষেত্রে।

একইভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও চলছে তাপপ্রবাহ। এখানে রেকর্ড ভাঙা গরমে জ্বলছেন সাধারণ মানুষ। ভূমধ্যসাগরের জলের উপরিভাগ এতটাই গরম হয়ে যাচ্ছে যে তা ২৭ ডিগ্রিতে পৌঁছে যায়। যা জুনে ভূমধ্যসাগরে একটা রেকর্ড তাপমাত্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather