সুইৎজারল্যান্ড, ফাইল ছবি
এমন একটা জুন মাসের জন্য মোটেও তৈরি ছিলেননা তাঁরা। যদিও এমন আভাস গতবছরই পেয়েছিলেন। এবার গতবছরের রেকর্ডও মুছে দিল পশ্চিম ইউরোপের অপেক্ষাকৃত শীতল অঞ্চল।
জুন মাসের ১৭ থেকে ২২ তারিখ এবং ৩০ জুন ও ১ জুলাই, এই কয়েকদিনে তাপপ্রবাহ এমন অবস্থায় পৌঁছয় যে বহু মানুষ ঘর থেকে বার হননি। বিশ্ব উষ্ণায়ন এমন এক পর্যায় ছুঁয়েছে যে ইউরোপ জুড়ে প্রতিবছরই গরম মাত্রা ছাড়াচ্ছে। তৈরি হচ্ছে নতুন রেকর্ড।
কোপারনিকাস ক্লাইমেট চেঞ্জ সার্ভিস জানিয়েছে পশ্চিম ও দক্ষিণ ইউরোপের স্পেন, পর্তুগাল, ইতালি, জার্মানি, অস্ট্রিয়া, সুইৎজারল্যান্ড এবং ব্রিটেনের পারদ এমন পর্যায়ে পৌঁছেছে জুন মাসে যে প্রাত্যহিক উত্তাপের গড় নিরিখে এই অঞ্চল অতীতের সব রেকর্ড ভেঙে দিয়েছে।
এখানে গত ৩০ জুন তাপমাত্রা পৌঁছয় ২৪.৯ ডিগ্রিতে। যা এই অঞ্চলে জুন মাসে সর্বাধিক। এই অচেনা গরম আবার রাতেও বিশেষ বদলাচ্ছে না। ফলে দিনে এখানকার বাসিন্দাদের গরম থেকে যে ক্লান্তি পেয়ে বসছে তা থেকে রাতেও মুক্তি মিলছেনা। ফলে অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। সবচেয়ে খারাপ অবস্থা বয়স্ক মানুষজনের ক্ষেত্রে।
একইভাবে ভূমধ্যসাগরীয় অঞ্চলেও চলছে তাপপ্রবাহ। এখানে রেকর্ড ভাঙা গরমে জ্বলছেন সাধারণ মানুষ। ভূমধ্যসাগরের জলের উপরিভাগ এতটাই গরম হয়ে যাচ্ছে যে তা ২৭ ডিগ্রিতে পৌঁছে যায়। যা জুনে ভূমধ্যসাগরে একটা রেকর্ড তাপমাত্রা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…