বর্ষা এল দেশে, ১৬ বছরে প্রথম হল এমন বর্ষা প্রবেশ
ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে কেরালা দিয়ে। যা আগেই ঢুকবে বলে ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। সেই পূর্বাভাস মিলে গেল শনিবার।

নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা প্রবেশ করেছে গত ১৩ মে। ভারতের মূল ভূখণ্ডেও বর্ষা যে এবার আগেই প্রবেশ করবে তা জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে বর্ষা প্রবেশ করল ভারতে। শনিবার কেরালা দিয়ে বর্ষা প্রবেশ করেছে।
এবার বর্ষার প্রবেশ ঘটল ২৪ মে। এত আগে বর্ষা প্রবেশ ১৬ বছর পর হল। ২০০৯ সালে ভারতে বর্ষা প্রবেশ করেছিল ২৩ মে। প্রসঙ্গত ভারতে বর্ষা প্রবেশের দিন হল ১ জুন। এটা খাতায় কলমে হলেও সেই দিনটা মেনে বর্ষা কমই প্রবেশ করে।
কখনও তার আগে তো কখনও তার পরে প্রবেশ করে বর্ষা। তবে এত আগে বর্ষা প্রবেশ সচরাচর হয়না। কেরালায় আগামী কয়েকদিনে প্রবল বর্ষণ হবে বলেই পূর্বাভাস রয়েছে।
কেরালায় বর্ষা এবার অনেক আগেই প্রবেশ করেছে বলেই যে ভারতের অন্যত্রও বর্ষা প্রবেশে সেই দ্রুততা বজায় থাকবে এমনটা কিন্তু নয়। বর্ষা ভারতের অন্য সব প্রান্তে পৌঁছে যাওয়ার ক্ষেত্রে দেরিও হতে পারে।
এটা পুরোটাই নির্ভর করে দেশের আবহাওয়া পরিস্থিতি, সেখানকার স্থানীয় আবহাওয়ার অবস্থার ওপর। যদিও এবার পশ্চিমবঙ্গেও আগেভাগেই বর্ষা প্রবেশের পূর্বাভাস রয়েছে।
এ রাজ্যে বর্ষা প্রবেশ করার দিন হল ৮ জুন। যদিও ৮ জুনেই বর্ষা প্রবেশ করবে এমনটা নয়। অনেক বছরেই দেখা যায় বর্ষা দেরিতে প্রবেশ করল পশ্চিমবঙ্গে। এবার অবশ্য পূর্বাভাস হল আগেই ঢুকছে বর্ষা।