National

আরও আগে বর্ষা ঢুকছে দেশে, পশ্চিমবঙ্গে কবে ঢুকবে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু

এবার যে বর্ষা আগেই দেশে প্রবেশ করবে এমন ইঙ্গিত দিয়েছিল আবহাওয়া দফতর। এবার সেই পূর্বঘোষিত দিনেরও আগে ঢুকতে চলেছে বর্ষা।

Published by
News Desk

ভারতে বর্ষা প্রবেশ করেছে গত ১৩ মে। সেটা নিকোবর দ্বীপপুঞ্জে। ভারতের মূল ভূখণ্ডে বর্ষা প্রবেশ করে কেরালা দিয়ে। যা প্রবেশের খাতায় কলমে দিন হল ১ জুন। তবে এবার ২৭ মেতেই বর্ষা কেরালায় প্রবেশ করে যাবে বলে আগেই পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দফতর।

সেই পূর্বাভাসও বদলে গেল। এখন যা পরিস্থিতি তাতে আর ৩-৪ দিনের মধ্যেই কেরালায় বর্ষা প্রবেশ করে যাবে বলে জানাচ্ছে মৌসম ভবন। বঙ্গোপসাগরের ওপর একটি নিম্নচাপ পরিস্থিতি রয়েছে। সেটাই এই দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুকে কেরালার দিকে দ্রুত টেনে আনছে বলে জানাচ্ছেন আবহবিদেরা।

এমনিতেই তামিলনাড়ু, কেরালায় বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি হচ্ছে। কর্ণাটকেও কিছু অংশে বৃষ্টি চলছে। যাকে প্রাক বর্ষার বৃষ্টি বলা হচ্ছে। এবার ভারতে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পশ্চিমবঙ্গের উত্তর অংশে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণেও বৃষ্টি চলবে। তবে ভারী বৃষ্টি নয়। দক্ষিণের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে।

কেরালায় যদি আগেভাগেই বর্ষা প্রবেশ করে তাহলে পশ্চিমবঙ্গেও তো আগেই বর্ষা প্রবেশের কথা! সেটাই অনুমান করছেন আবহবিদেরা। সেক্ষেত্রে জুনের প্রথমেই পশ্চিমবঙ্গে বর্ষা প্রবেশ করে যেতে পারে বলে মনে করছেন তাঁরা।

এ রাজ্যে সাধারণভাবে বর্ষা প্রবেশের সময় হল ৮ জুন। তবে গত কয়েক বছরে তার অনেক পরেই বর্ষা প্রবেশ করেছে। এমনকি কেরালায় আগে বর্ষা প্রবেশ করার পরও এ রাজ্যে বর্ষা প্রবেশে বিলম্ব হয়েছে বলে দেখা গেছে।

Share
Published by
News Desk
Tags: Weather