কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বৃষ্টিভেজা প্রকৃতি, প্রতীকী ছবি
বর্ষা কেমন হবে। এটা জানার ইচ্ছা মানুষের মধ্যে সবচেয়ে বেশি জেগে ওঠে গ্রীষ্মের সময়। কারণ প্রবল দাবদাহের গহন জ্বালা সহ্য করতে করতে প্রাণ চায় বৃষ্টি নামুক। ঠান্ডা হোক চারধার। প্রাণ জুড়োক।
মানুষের সেই প্রত্যাশার কথা মাথায় রেখেই এখন প্রতিবছর আবহাওয়া দফতর গ্রীষ্মের শুরুতেই বর্ষা কেমন হবে তার একটা পূর্বাভাস দিয়ে দেয়। এবারও বৈশাখের শুরুতেই বর্ষা কেমন হবে সেই বার্তা দিল মৌসম ভবন।
আবহাওয়া দফতর জানিয়েছে, প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরক্ষীয় অংশে এখন এল নিনো-র প্রভাব রয়েছে। কিন্তু বায়ুমণ্ডলীয় সঞ্চালনে লা নিনা প্রভাব রয়েছে। এর জেরে এবার জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাব প্রবল হবে।
তার জেরে এবার ভারতে অতি বৃষ্টির সম্ভাবনা থাকছে। স্বাভাবিকের চেয়ে এবার বেশি বৃষ্টি হবে বলেই মনে করছেন আবহবিদেরা। ১০৫ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা আশা করছেন তাঁরা।
আবহাওয়া দফতর অবশ্য এটাও জানিয়েছে যে তারা মে মাসের শেষে আবার একটি বর্ষা নিয়ে পূর্বাভাস দেবে। তখন আবার সার্বিক পরিস্থিতি বিচার করা হবে। তবে দীর্ঘ মেয়াদি খতিয়ান অনুযায়ী এবার দেশ স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেতে চলেছে বর্ষায়।
২০০৩ সাল থেকে মে মাসের শেষে বর্ষা কেমন হবে তার পূর্বাভাস দিয়ে থাকে মৌসম ভবন। এবারও সেটাই দেবে। এদিকে এবার বাংলার মানুষ কিন্তু এখনও তীব্র দহন জ্বালা থেকে দূরেই থাকতে পেরেছেন। বৈশাখের শুরুতেও সেই দহন জ্বালা নেই। বরং ঝড়বৃষ্টির পূর্বাভাস প্রায় প্রতিদিনই দিচ্ছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা