National

এপ্রিলের শুরুতে প্রায় ৪৬ ডিগ্রি ছুঁয়ে ফেলল পারদ, শুরু দহনজ্বালা

চলতি বছরে যে অস্বাভাবিক গরমের জন্য তৈরি থাকতে হবে তা আগেই জানিয়ে দিয়েছিল আবহাওয়া দফতর। সেই দহনজ্বালা ইতিমধ্যেই ৪৬ ডিগ্রির কাছে পৌঁছে গেল।

Published by
News Desk

এবছর যে ভারতের একটা বড় অংশকে অস্বাভাবিক গরম সহ্য করতে হবে তা আগেই জানিয়ে রেখেছিল আবহাওয়া দফতর। এটাও জানিয়ে দিয়েছিল এই দীর্ঘ গরমের স্পেল চলবে এপ্রিল, মে এবং জুন মাসে।

এপ্রিলের শুরুতেই কিন্তু সেই ইঙ্গিত স্পষ্ট হয়ে সামনে আসতে শুরু করেছে। ভারতের অন্যতম ২১টি শহরের পারদ ইতিমধ্যেই ৪২ ডিগ্রির ওপর পৌঁছে গেছে। সর্বাধিক পারদ ছুঁয়েছে ৪৫.৬ ডিগ্রি। বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ শুরু হয়ে গেছে।

রাজস্থানের বারমেরে পারদ পৌঁছে গেছে ৪৫.৬ ডিগ্রিতে। সেটাও চৈত্র মাসেই। এখনও খাতায় কলমে গ্রীষ্ম শুরু হয়নি। এখনও বৈশাখ, জ্যৈষ্ঠ বাকি। পারদ চড়েছে দিল্লিতেও।

রাজস্থান, মধ্যপ্রদেশ, গুজরাট ও মহারাষ্ট্রের অনেক জায়গায় পারদ হুহু করে চড়তে শুরু করেছে এপ্রিলের প্রথম সপ্তাহেই। এদিকে ওড়িশাতেও ৪০ পার করা পারদে জ্বলছে কয়েকটি জায়গা।

তুলনায় পশ্চিমবঙ্গের অবস্থা অনেকটা ভাল। বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া ঘূর্ণাবর্তের হাত ধরে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। ফলে পারদ নিয়ন্ত্রণে থাকবে দক্ষিণবঙ্গে। আগামী সপ্তাহটা বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার মধ্যেই কাটবে বলে মনে করছেন আবহবিদেরা।

এবার গরম যেমন প্রকট হবে তেমন এপ্রিল ও মে মাসে যে বৃষ্টিটা ভারতের বিভিন্ন প্রান্ত পেয়ে থাকে সেটাও হবে বলেই পূর্বাভাস। ফলে কালবৈশাখীর সম্ভাবনা থেকে যাচ্ছে। দক্ষিণবঙ্গে একদিন ঝেঁপে বৃষ্টি অন্তত ২ দিন পারদে লাগাম পরিয়ে রাখতে পারে।

Share
Published by
News Desk
Tags: Weather