National

গ্রীষ্মকালে কেমন থাকবে আবহাওয়া, গরম কেমন হবে, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

এখন বসন্তকাল। যদিও বসন্তের আমেজের চেয়ে ক্রমে যেন গরমের আমেজ পেয়ে বসছে। সামনেই গ্রীষ্ম। কেমন কাটবে গ্রীষ্মকাল। তারই পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

এবার গ্রীষ্মকালে কেমন থাকবে আবহাওয়া? গতবছর গ্রীষ্মে ভয়ংকর তাপপ্রবাহ, রেকর্ড তাপমাত্রা সহ্য করার পর দেশের বিভিন্ন প্রান্তের মানুষ জানতে চান এবার গ্রীষ্ম তাঁদের কেমন কাটতে চলেছে।

যেহেতু গ্রীষ্ম এগিয়ে আসছে। জানুয়ারির পর ফেব্রুয়ারি আরও গরমের আঁচ দিয়েছে। ফলে গ্রীষ্ম এলে কি হবে তা নিয়ে এখন থেকেই অনেকে আতঙ্কিত। তাঁরা যে খুব ভুল নন তা আবহাওয়া দফতরের পূর্বাভাস থেকেও স্পষ্ট।

আবহাওয়া দফতর জানাচ্ছে, এবার গ্রীষ্মে ভারতের সিংহভাগ জুড়েই একটানা তাপপ্রবাহ সহ্য করতে হবে। যে তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। এ রাজ্যেও অসহ্য গরম সহ্য করতে হবে মানুষকে। তাপপ্রবাহ হবে। স্বাভাবিকের চেয়ে বেশি তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা রয়েছে।

টাইমস অফ ইন্ডিয়া-য় প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী এবার স্বাভাবিকে চেয়েও বেশি তাপপ্রবাহ সহ্য করতে হবে পশ্চিমবঙ্গ সহ রাজস্থান, গুজরাট, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, হরিয়ানা, পঞ্জাব, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিসগড়, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা এবং কর্ণাটকের কিছু অংশকে। মার্চ, এপ্রিল ও মে মাসে প্রবল গরম সহ্য করার জন্য প্রস্তুত থাকতে হবে মানুষকে।

গতবছর ছিল এল নিনো বছর। এবার বলা হচ্ছে তা বদলে লা নিনা বছর হয়েছে। লা নিনা মানে প্রশান্ত মহাসাগরে মধ্য ও উত্তর ভাগে সমুদ্রের উপরিভাগের জল ঠান্ডা হওয়া।

লা নিনাও বিশ্বের উষ্ণতার ওপর প্রভাব ফেলে। বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পায়। সেই লা নিনা এবার কি ভারতকে কিছুটা হলেও রক্ষা করতে পারবে, এমন প্রশ্নও অনেকে করছেন।

Share
Published by
News Desk
Tags: Weather