National

অক্টোবরের শেষে ফের বর্ষা প্রবেশ করছে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

দেশ থেকে বর্ষা বিদায় পর্ব চলছে। আর তারমধ্যেই আবহাওয়া দফতর জানিয়ে দিল অক্টোবরের শেষেই বর্ষা ঢুকছে। কোন রাজ্য দিয়ে ঢুকবে তাও জানাল হাওয়া অফিস।

Published by
News Desk

এবার দেশের বিভিন্ন অংশ অতি বর্ষার ভয়ংকর দাপট দেখেছে। বন্যা হয়েছে অনেক জায়গায়। আবার পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশের মত স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টিপাতও হয়েছে কয়েক জায়গায়। সব মিলিয়ে এবার কিন্তু বর্ষা দেশজুড়ে গড়ে দারুণ ফল করেছে।

যে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু জুনের শুরুতে কেরালা দিয়ে ভারতে প্রবেশ করে, সেই বর্ষা টানা ৪ মাস চলার পর সেপ্টেম্বরের মধ্যভাগের পর থেকে ধীরে দীরে দেশ থেকে পাততাড়ি গোটাতে শুরু করে।

এবারও রাজস্থানের পশ্চিম অংশ দিয়ে এই পাততাড়ি গোটানোর পর্ব শুরু হয়েছে। যা এখন চলছে। এই বর্ষা বিদায় পর্ব চলতে চলতে দেশে থেকে সম্পূর্ণ রূপে বিদায় নিতে অক্টোবরের মাঝামাঝি হয়ে যাবে।

তারপর হেমন্তের পরশ আসবে আকাশে বাতাসে। তবে অক্টোবরের শেষে বর্ষা বিদায়ের পর ফের বর্ষা ভারতে প্রবেশ করবে অক্টোবরের শেষে বলে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নেওয়ার পর এবার পালা উত্তর পূর্ব মৌসুমি বায়ুর। যার প্রভাবে ভারতের দক্ষিণ অংশ তামিলনাড়ু ও তার লাগোয়া অঞ্চলে প্রতিবছরই ২ বার বর্ষা হয়।

এই বর্ষা বিদায়ের পর উত্তর ভারতে যখন আস্তে আস্তে শীতের আমেজ আসতে শুরু করে, তখন তামিলনাড়ুতে প্রবেশ করে উত্তর পূর্ব মৌসুমি বায়ু। যা আর এক দফা বর্ষা উপহার দেয় দক্ষিণের এই রাজ্যকে।

তামিলনাড়ু ছাড়াও লাগোয়া কর্ণাটকের কিছু অংশে এবং পুদুচেরিতেও এই দ্বিতীয় বর্ষার প্রভাব পড়ে। চলতি বছরে অক্টোবরের শেষে উত্তর পূর্ব মৌসুমি বায়ু তামিলনাড়ুতে প্রবেশ করছে। তারপর সেখানে পর্যাপ্ত বৃষ্টিপাত হবে। বেশি বৃষ্টি হবে তামিলনাড়ুর উত্তর অংশে বলেই পূর্বাভাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather