National

বর্ষা বিদায় কি শুরু হয়েছে, কবে পুরোপুরি বিদায় নেবে বর্ষা, মিলল পূর্বাভাস

দেশ থেকে বর্ষা বিদায়ের পালা কি শুরু হয়ে গেছে। সে প্রশ্ন অনেকের। কবে বর্ষা বিদায় নেবে তাও জানতে চান সকলে। বিষয়টি আবহাওয়া দফতর স্পষ্ট করল।

Published by
News Desk

জুন মাস এলেই মানুষের মনে জিজ্ঞাসার ঝড় ওঠে বর্ষা কবে আসছে। গরমে অতিষ্ঠ জীবন তখন বর্ষার ধারাপাত চায়। সেই বর্ষা তারপর দেশজুড়ে মাস চারেক তার দাপট দেখায়। এরপর সেপ্টেম্বরে তার বিদায় পর্ব।

বর্ষার বৃষ্টিতে টানা নাজেহাল হওয়ার পর সেপ্টেম্বর মাসের মধ্য ভাগ পার করলেই সকলে জিজ্ঞেস করতে শুরু করেন বর্ষা কবে বিদায় নেবে? আরও সকলে এটা জানতে চান কারণ এর পরই উৎসবের মরসুম শুরু। সেই আনন্দে বৃষ্টি বাধ সাধতে পারে।

ভারতে বর্ষা বিদায় শুরুর দিন হিসাবে খাতায় কলমে ১৭ সেপ্টেম্বরকে ধরা হয়। যদিও এবার তা কিছুটা পিছিয়েছে। এবার ২৩ সেপ্টেম্বর সোমবার থেকে শুরু হল বর্ষা বিদায় পর্ব।

রাজস্থানের পশ্চিম অংশ ও গুজরাটের কচ্ছ অঞ্চল থেকে এদিন আনুষ্ঠানিকভাবে বর্ষা বিদায় নিয়েছে। এবার ক্রমে তা দেশের বিভিন্ন অংশ থেকে বিদায় নিতে থাকবে।

এই বর্ষা বিদায় পর্ব এবার চলবে ১৫ অক্টোবর পর্যন্ত বলে মনে করছেন আবহবিদেরা। ক্রমে দেশের বিভিন্ন অংশ থেকে বর্ষা বিদায় নিয়ে সেখানে শরত ও হেমন্তের পরশ প্রবেশ করতে থাকবে।

দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশ থেকে বিদায় নেওয়ার পরও অবশ্য আর এক বর্ষা অপেক্ষা করে দেশে। তা হয় দক্ষিণ ভারতে। সেখানে দ্বিতীয় দফায় বর্ষা নামে। সেই বর্ষা আবার দক্ষিণের তামিলনাড়ু, পুদুচেরি, কর্ণাটকে বৃষ্টি ঝরায়।

Share
Published by
News Desk
Tags: Weather