National

সেপ্টেম্বরে দেশজুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টি, জানাল হাওয়া অফিস

সেপ্টেম্বর মাসে পা দিল ক্যালেন্ডার। এই মাসে দেশের কোন প্রান্তে কেমন বৃষ্টি হবে তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গে কেমন বৃষ্টির সম্ভাবনা, তাও গেল জানা।

Published by
News Desk

সেপ্টেম্বর মাসে যে বৃষ্টি হয় তা বিগত বছরগুলির অভিজ্ঞতা থেকে স্পষ্ট। যদিও খাতায় কলমে এখন বাংলা ক্যালেন্ডার অনুযায়ী শরৎকাল। তবে ভারতে যে ৪ মাসকে বর্ষা হিসাবে ধরে নেওয়া হয় তা হল জুন, জুলাই, অগাস্ট এবং সেপ্টেম্বর।

সেই সেপ্টেম্বরে পা দিয়েছে ক্যালেন্ডার। এই মাস জুড়ে দেশের কোথায় কেমন বৃষ্টি হবে তার একটা পূর্বাভাস দিল আবহাওয়া দফতর। আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে সেপ্টেম্বরে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টি পেতে চলেছে দেশ।

দেশের অধিকাংশ অঞ্চলেই ভারী বৃষ্টি হবে। সবচেয়ে বেশি বৃষ্টি হবে উত্তর পশ্চিম ভারতে। তুলনায় কম বৃষ্টি হবে উত্তর বিহার, উত্তর পূর্ব উত্তরপ্রদেশ, উত্তরপূর্বের রাজ্যগুলিতে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, সেপ্টেম্বরের প্রতিটি সপ্তাহেই একটা করে নিম্নচাপ তৈরি হবে বঙ্গোপসাগরে। যার জেরে দেশজুড়েই বৃষ্টি হবে।

বঙ্গোপসাগরে নিম্নচাপ মানে কিন্তু পশ্চিমবঙ্গে ভাল বৃষ্টি। ফলে সেপ্টেম্বরে পশ্চিমবঙ্গও ভাল বৃষ্টি পাওয়ারই কথা। আবহাওয়া দফতর জানাচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপগুলি ভারত জুড়েই বৃষ্টি ঝরাবে।

এবার গড়ে ১০৯ শতাংশ বৃষ্টি হতে পারে সেপ্টেম্বরে। বোঝাই যাচ্ছে তা স্বাভাবিকের চেয়ে অনেকটাই বেশি। ফলে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ভিজে সেপ্টেম্বর অপেক্ষা করছে দেশবাসীর জন্য।

তবে অতি ভারী বৃষ্টি অপেক্ষা করছে উত্তর ভারত এবং উত্তর পশ্চিম ভারতের জন্য। এবার অক্টোবরের শুরু থেকেই দুর্গাপুজোর ঢাকে কাঠি পড়ে যাবে। তাই সেপ্টেম্বর জুড়েই দুর্গাপুজোর কেনাকাটায় মাতবেন বঙ্গবাসী।

বিক্রেতারাও এই সময়ের লাভের মুখ দেখার জন্য সারা বছর অপেক্ষায় থাকেন। সেই পুজোর বাজার কিন্তু মাটি করতে পারে বৃষ্টি।

Share
Published by
News Desk
Tags: Weather