Kolkata

ছুটির দিনে শীতের আমেজে মাতোয়ারা তিলোত্তমা

Published by
News Desk

শহরের আকাশ পরিস্কার থাকছে। ফলে পড়ছে পারদ। আকাশ এভাবেই পরিস্কার থাকলে পারদ আরও নামবে। রবিবার এমনই পূর্বাভাস দিল হাওয়া অফিস। ছুটির দিনে তিলোত্তমার তাপমাত্রা এদিন ছিল ১৪.৬ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডার সকালে বহু মানুষই এদিন ঘুম থেকে উঠে তৈরি হয়েছেন পরিবার নিয়ে কাছে পিঠে ঘুরে আসার জন্য। সকালে রোদ পোহাতেও দেখতে পাওয়া যায় অনেককে। সকালে কুয়াশা থাকলেও রোদ একটু চড়া হতেই তা কেটে মনোরম পরিবেশে মুড়েছে শহরে কোণা কোণা। চিড়িয়াখানা থেকে নিক্কো পার্ক, মিলেনিয়াম থেকে ইকো পার্ক, ভিক্টোরিয়া মেমোরিয়াল সর্বত্রই ছিল পরিবার নিয়ে মানুষের ঢল। প্রথম শীতে ছুটি উপভোগের এমন সুযোগ হাতছাড়া করেননি অনেকেই। এদিকে ঘূর্ণিঝড় ভরদার দাপটে শীতের আগমন বাধা পাওয়ার যে সম্ভাবনা তৈরি হয়েছিল তা আর তেমন নেই বলেই জানিয়েছেন আবহবিদেরা।

 

Share
Published by
News Desk

Recent Posts