কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রকৃতি, প্রতীকী ছবি
বর্ষা ভারতে অনেক আগে প্রবেশ করলেও পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে তার দেখা নেই। অসহনীয় ভ্যাপসা গরমে বিপর্যস্ত সাধারণ মানুষ রাস্তায় বার হয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। এই অবস্থায় কোথায় কেমন আবহাওয়া থাকবে তার ইঙ্গিত দিল মৌসম ভবন। আর সেই পূর্বাভাস গাঙ্গেয় পশ্চিমবঙ্গের মানুষের মুখে হাসি ফোটানোর জন্য যথেষ্ট।
মৌসম ভবন জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ১২ জুন থেকে ১৪ জুন পর্যন্ত ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টির সম্ভাবনা উজ্জ্বল। বৃষ্টি হবে বজ্র বিদ্যুৎসহ। ফলে আরও একটা দিন কষ্ট সহ্য করতে পারলে স্বস্তির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। অবশ্য তার মানেই যে বর্ষা ঢুকে পড়ল এমনটা নয়। আবার এই ঝড়বৃষ্টি বর্ষার আগমন পথ প্রশস্ত করতেও পারে।
এদিকে অসমের ওপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। যার জেরে পশ্চিমবঙ্গের উত্তর ভাগের হিমালয় লাগোয়া জেলাগুলিতে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অসমের ঘূর্ণাবর্তের কারণে উত্তরপূর্ব ভারতের অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, মণিপুর, নাগাল্যান্ডে আগামী ৭ দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
মৌসম ভবন জানিয়েছে, যেহেতু বর্ষা ঢুকেছে তাই মধ্য মহারাষ্ট্রেও ভারী বৃষ্টি হতে চলেছে। এছাড়া গোয়া, কোঙ্কণ উপকূলীয় অঞ্চল, মারাঠওয়াড়া, উপকূলীয় ও উত্তর কর্ণাটকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার পর্যন্ত।
যখন ভারতের ২ প্রান্তে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর, তেমনই কয়েকটি রাজ্যে তাপপ্রবাহের বার্তাও স্পষ্ট করেছে হাওয়া অফিস।
দিল্লি এনসিআর, হরিয়ানা, উত্তরপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, রাজস্থান এবং পঞ্জাবে আগামী ৫ দিনের জন্য তাপপ্রবাহের পূর্বাভাস রয়েছে। ফলে এসব রাজ্যের মানুষকে দহন জ্বালা সহ্য করার জন্য তৈরি থাকতে হবে আগামী ৫ দিন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…