বৃষ্টি, প্রতীকী ছবি
এপ্রিল মাস জুড়ে তীব্র দহন জ্বালা সহ্য করেছেন বাংলার মানুষ। বিশেষত দক্ষিণবঙ্গের মানুষজন। টানা ২৯ দিন বৃষ্টি নেই। টানা ১৭ দিন ধরে তাপপ্রবাহ। লাগাতার ৪০ ডিগ্রির ওপর তাপমাত্রা। এসব ভয়ংকর দিন পার করে মে মাসের শুরু থেকে কিছুটা হলেও বদল হয় আবহাওয়ার।
কয়েকদিন বৃষ্টিও হয়। পারদ কিছুটা হলেও নিচে নামে। যা স্বস্তি দেয়। এখন সেই ৪০ ডিগ্রিতে চড়ে থাকা গরম না থাকলেও একটা চাপা অস্বস্তিকর গরম রয়েছে।
দেশের বিভিন্ন অংশও পুড়েছে একইভাবে। এই অবস্থায় টানা গরম সহ্য করা দেশবাসী গরমের হাত থেকে রেহাই পেতে অপেক্ষা করছেন বর্ষার।
কবে বর্ষা আসবে সেটাই এখন সকলের জিজ্ঞাসা। তার উত্তর দিয়ে দিল আবহাওয়া দফতর। মৌসম ভবন ভারতে বর্ষা আগমনের দিনক্ষণ জানিয়ে দিল।
এবার বর্ষা অর্থাৎ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু কেরালায় প্রবেশ করছে ৩১ মে। এমনটাই মনে করছেন আবহবিদেরা। তবে তাঁরা জানিয়েছেন দিনটা ৪ দিন আগে পিছেও হতে পারে।
এক্ষেত্রে বলে রাখা ভাল যে গতবছর আবহাওয়া দফতর কেরালায় বর্ষা প্রবেশের দিনক্ষণ জানাতে গিয়ে বলেছিল ৪ জুন বর্ষা প্রবেশ করবে। বাস্তবে বর্ষা প্রবেশ করে ৮ জুন।
ফলে এই দিনক্ষণের এদিক ওদিকটুকু হওয়ার সম্ভাবনা থেকেই যায়। সেক্ষেত্রে আবার আগেই প্রবেশের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায়না। তবে সব মিলিয়ে স্বস্তি একটাই। আর ১৫ দিনের মধ্যেই দেশে বর্ষা প্রবেশের সম্ভাবনা প্রবল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা