Categories: Kolkata

কলকাতা ৪০.৬°

Published by
News Desk

৪০-এর ঘর ছেড়ে বার হওয়ার নাম নিচ্ছে না কলকাতার উষ্ণতার পারদ। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪০.৬° সেলসিয়াস। স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। দিনভরই তাপপ্রবাহের কবলে হাঁসফাস করেছেন শহরবাসী। আগামী ৭২ ঘণ্টায় আবহাওয়ার কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। ফলে চৈত্র সংক্রান্তি বা পয়লা বৈশাখ দহন জ্বালার মধ্যেই পালন করতে হবে বঙ্গবাসীকে। ঝাড়খণ্ড, বিহার বা মধ্যপ্রদেশ থেকে ক্রমাগত গরম বাতাস পশ্চিমবঙ্গে ঢোকায় এই পরিস্থিতি বলে জানান হয়েছে। সেইসঙ্গে বঙ্গোপসাগরের ওপর কোনও উচ্চচাপ বলয় নেই। ফলে বৃষ্টির কোনও সম্ভাবনা তৈরি হচ্ছে না। আগামী কয়েকদিনের মধ্যে বৃষ্টির যে কোনও সম্ভাবনা নেই সেকথা স্পষ্ট করে দিয়েছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk

Recent Posts