SciTech

সমুদ্রেও তাপপ্রবাহ, এত বড় ক্ষতি হবে কেউ ভাবেননি

তাপপ্রবাহ চললে পরিস্থিতি কি হয় তা এদেশের বিভিন্ন অংশের মানুষের ভালই জানা। কিন্তু সমুদ্রেও তাপপ্রবাহ অতি বিরল ঘটনা। যার ফল হল ভাবনার অতীত।

Published by
News Desk

তাপপ্রবাহ ভারতের বিভিন্ন প্রান্তে নতুন নয়। এবার তো এমনও অনেক জায়গায় তাপপ্রবাহ হচ্ছে যেখানে তাপপ্রবাহ তেমন দেখা যেত না। স্থলভাগে তাপপ্রবাহ তবু মানুষের জানা বা চেনা। কিন্তু সমুদ্রে তাপপ্রবাহের কথা কেউ শুনেছেন কি? শুনলেও এই ঘটনা অতি বিরল।

সচরাচর সমুদ্রের জল কিছুটা গরম হতে পারে, কিন্তু সমুদ্রের জলে তাপপ্রবাহ হয়না। এবার কিন্তু সেটাই হয়েছে লাক্ষাদ্বীপ সাগরে। ভারতের লাক্ষাদ্বীপের আশপাশের জল এবার ২০২৩ সালের অক্টোবর মাস থেকে যেভাবে লাগাতার গরম হয়েছে, তা অতি বিরল ঘটনা।

আর সেই অস্বাভাবিক গরম হয়ে যাওয়া সমুদ্রের জল বড় ক্ষতি করে দিয়েছে লাক্ষাদ্বীপ সাগরের প্রবাল প্রাচীরে। সমুদ্রের জলের তলায় থাকা প্রবালের প্রভূত ক্ষতি হয়ে গেছে। প্রায় সব প্রবাল সাদা হয়ে গেছে গরম জলের ছোঁয়ায়।

আইসিএআর-সিএমএফআরআই-এর বিজ্ঞানীরা জানাচ্ছেন, একটানা গরম জলে থাকতে থাকতে, জলের তাপপ্রবাহ সইতে সইতে প্রবালগুলি অবশেষে সাদা হয়ে গেছে।

প্রবালের দুনিয়ার এই ক্ষতি কিন্তু গবেষকদের ভাবাচ্ছে। সমুদ্রের তলার স্বাভাবিক জীবনের ছন্দ নষ্ট করে দিয়েছে এই সমুদ্রে তাপপ্রবাহ।

লাক্ষাদ্বীপ ও তার আশপাশের বিশাল অংশ জুড়ে সমুদ্রের বাস্তুতন্ত্রকে অনেকটাই নষ্ট করে দিয়েছে এই অতি বিরল আগুনে জল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk