Kolkata

উত্তুরে হাওয়ার পথ আগলে নিম্নচাপ, শীত দুরস্ত

Published by
News Desk

ডিসেম্বরের প্রথম সপ্তাহ অতিবাহিত। কিন্তু এখনও রাজ্যে সেভাবে শীতের দেখা নেই। নভেম্বরের শেষের দিকে যেভাবে পারদ পড়া শুরু হয়েছিল তাতে ইতিমধ্যেই ভাল ঠান্ডা পড়ে যাওয়ার কথা। কিন্তু বাধ সেধেছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ। নিম্নচাপের জেরে উত্তুরে হাওয়া দক্ষিণবঙ্গে ঢুকতেই পারছেনা। এদিকে নিম্নচাপের প্রভাবে আপাতত ভেসে যাচ্ছে আন্দামান। আবহাওয়া দফতরের পূর্বাভাস আগামী ৭২ ঘণ্টার ওই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। আর তা হওয়া মানে শীতের পরশের প্রত্যাশা আরও দীর্ঘতর হওয়া। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আগামী দিনে গরম আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ফলে আপাতত শীতের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনও রাস্তা খোলা নেই।

 

Share
Published by
News Desk

Recent Posts