National

দেশে বর্ষার দ্বিতীয় ভাগ প্রবেশ করছে পুজোর শেষে, ভাল বৃষ্টির পূর্বাভাস

অক্টোবরের শেষ সপ্তাহেই ঢুকছে দ্বিতীয় বর্ষা। জানিয়ে দিল আবহাওয়া দফতর। মনে করা হচ্ছে ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যেই বর্ষা ঢুকে পড়বে।

Published by
News Desk

দেশ থেকে বর্ষা বিদায়ের বার্তা আগেই দিয়েছিল আবহাওয়া দফতর। পশ্চিমবঙ্গের মানুষের মুখে হাসি ফুটিয়ে গত শুক্রবার রাজ্যের অধিকাংশ এলাকা থেকে বিদায় নিয়েছে বর্ষা। দুর্গাপুজোয় ঝলমলে আকাশের আশ্বাসও মিলেছে আবহাওয়া দফতরের কাছ থেকে।

ফলে এবার চুটিয়ে পুজোর দিনগুলো উপভোগ করার সুযোগ পাচ্ছেন সকলে। এর মধ্যেই আবহাওয়া দফতর দেশে দ্বিতীয় বর্ষার প্রবেশের বার্তা দিয়ে দিল। আগামী ২৩ অক্টোবর থেকে ২৫ অক্টোবরের মধ্যেই উত্তরপূর্ব মৌসুমি বায়ুর প্রবেশ ঘটছে বলে জানিয়ে দিয়েছে দফতর।

বর্ষার এই দ্বিতীয় স্পেলে ভাল বর্ষার ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দফতর। কর্ণাটক ও তেলেঙ্গানা থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ুর বিদায় পর্ব শুরু হয়ে গেছে।

তামিলনাড়ু থেকে এই বর্ষা বিদায় হবে ১৯ অক্টোবর বলে মনে করছেন আবহবিদেরা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বিদায় হলে উত্তরপূর্ব মৌসুমি বায়ুর প্রবেশ দ্বার খুলে যাবে। ফলে তা স্থলভাগে প্রবেশ করতে পারবে নিশ্চিন্তে।

উত্তরপূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে ভারতের দক্ষিণ ভাগ দ্বিতীয়বারের জন্য বছরে বর্ষা পায়। বর্ষার এই দ্বিতীয় স্পেল কার্যত হেমন্ত ও শীতের কিছুটা সময় পর্যন্ত স্থায়ী হয়। যা দক্ষিণ ভারতে ভাল বৃষ্টিপাত ঘটায়।

তবে বর্ষার এই দ্বিতীয় ইনিংস কিন্তু কেবল দক্ষিণ ভারতেই সীমাবদ্ধ থাকে। ফলে বাকি দেশে হেমন্তের শীতের আলগা টানের পর ক্রমে শীতের প্রবেশ ঘটে। আকাশ থাকে ঝলমলে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk