ফাইল : বৃষ্টিতে বিপর্যস্ত সিমলা, ছবি - আইএএনএস
পশ্চিমবঙ্গে অক্টোবরের শুরু থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। নিম্নচাপের প্রভাবেই হচ্ছে এই বৃষ্টি। ঝাড়খণ্ড, বিহার ও পশ্চিমবঙ্গের ওপর একটি নিম্নচাপ রেখা অবস্থান করছে। তার জেরেই রাজ্যে প্রবল বৃষ্টি হচ্ছে। গত মঙ্গলবার সারারাত বৃষ্টির পর বুধবার সকাল থেকে টানা বৃষ্টি চলছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে।
ডিভিসি জল ছাড়ায় পশ্চিমাঞ্চলের অনেক জায়গায় জল বাড়ছে। অনেক এলাকা বানভাসি। মৌসম ভবন জানাচ্ছে, এই বৃষ্টি এখনই থামার নয়। বৃহস্পতিবারও বৃষ্টির দাপট অব্যাহত থাকবে। দক্ষিণবঙ্গ জুড়েই বৃষ্টি হবে। শুক্রবারও বৃষ্টির সম্ভাবনা থাকছে।
আবহাওয়া দফতর জানাচ্ছে, দক্ষিণবঙ্গে ভারী থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু অতিভারী বৃষ্টি হবে। অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে হিমালয় লাগোয়া উত্তরবঙ্গে। সিকিমেও অতিপ্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।
উত্তরবঙ্গেও শুক্রবার পর্যন্ত অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ফলে যা পরিস্থিতি তাতে রাজ্যে জুড়ে আগামী শনিবারের আগে আকাশ পরিস্কার হওয়ার সম্ভাবনা কম।
সিকিমে বৃষ্টি ও হড়পা বানের জেরে তিস্তা নদীর জল ফুঁসছে। সিকিম থেকে জল নামছে তিস্তায়। আর সেই জল তিস্তার হাত ধরে উত্তরবঙ্গের হাল বেহাল করছে।
রাজ্যসরকার একাধারে উত্তরবঙ্গের তিস্তার ভয়ংকর চেহারা ও সার্বিক পরিস্থিতির দিকে নজর রাখছে। অন্যদিকে দক্ষিণবঙ্গের পশ্চিমাংশের জেলাগুলিতে ডিভিসির জল ছাড়ার কারণে বন্যা পরিস্থিতি কতটা তৈরি হচ্ছে সেদিকেও নজর রাখছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা