National

চলতি বছরে সবচেয়ে কম বর্ষা হল কোথায় এবং কেন, জানাল আবহাওয়া দফতর

চলতি বছরে দেশ থেকে বর্ষা বিদায় শুরু হয়েছে। বর্ষা খাতায় কলমে শেষ হয়েছে গত ৩০ সেপ্টেম্বর। এবার দেশের কোথায় সবচেয়ে কম বৃষ্টি হল জানাল হাওয়া অফিস।

Published by
News Desk

ভারতে বর্ষা বিদায় শুরু হয়ে গেছে। উত্তর পশ্চিম ভারত থেকে কার্যত বিদায়ও নিয়েছে বর্ষা। ক্রমে তা এবার উত্তর ভারত ও মধ্য ভারত থেকে বিদায় নিচ্ছে। গত ৩০ সেপ্টেম্বর ছিল চলতি বছরে বর্ষার খাতায় কলমে শেষ দিন। জুন, জুলাই, অগাস্ট ও সেপ্টেম্বর, এই ৪ মাসকে ভারতে বর্ষাকাল বলে ধরে নেওয়া হয়।

এই ৪ মাসে ভারতে এবার সব প্রান্তে সমান বৃষ্টিপাত হয়নি। কোথাও বেশি তো কোথাও কম হয়েছে। গড় করে দাঁড়িয়েছে দেশে বৃষ্টিপাত হয়েছে ৯৪ শতাংশ। যাকে স্বাভাবিক বর্ষা বলেই ধরে নেয় আবহাওয়া দফতর।

চলতি বছরে কিন্তু বৃষ্টির জগতেই কম বৃষ্টি হয়েছে। মেঘালয় যে অংশে রয়েছে, সেই উত্তরপূর্ব ভারতে এবার সবচেয়ে কম বৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। উত্তরপূর্ব ভারতে এবার মোট বৃষ্টির পরিমাণ ৮২ শতাংশ। ফলে তা স্বাভাবিকের চেয়ে অনেকটা কম।

মেঘালয়কে বৃষ্টির রাজ্য বলা হয়। চেরাপুঞ্জি তার বৃষ্টির জন্য বিখ্যাত। অফুরন্ত সবুজ আর পাহাড়ে ঘেরা উত্তরপূর্ব ভারতে সাধারণত ভাল বর্ষাই দেখা যায়। এবার সেখানেই সবচেয়ে কম বৃষ্টি হয়েছে।

এজন্য প্রধানত উত্তরপূর্ব ভারতের ৮টি রাজ্যের মধ্যে ৩টি রাজ্যকে দায়ী করেছে আবহাওয়া দফতর। অসম, মণিপুর ও মিজোরামে এবার এতটাই কম বৃষ্টি হয়েছে যে উত্তরপূর্ব ভারতের বৃষ্টিপাতের পরিমাণ ৮২ শতাংশে আটকে গেছে।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া মেঘ থেকেই অসম, মণিপুর, নাগাল্যান্ডে বৃষ্টিপাত হয় বর্ষায়। এবার সেই মেঘই যথেষ্ট তৈরি হয়নি। ফলে এখানে বৃষ্টিও কম হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share