National

প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা, কবে থেকে কোথায় বৃষ্টি জানাল হাওয়া অফিস

কয়েকদিন শুকনোই কাটছে দিনগুলো। তবে সেটা আর থাকছে না। ফের প্রবল বৃষ্টিতে ভিজতে চলেছে বাংলা। কবে থেকে কোথায় কোথায় বৃষ্টি জানাল আবহাওয়া দফতর।

Published by
News Desk

দেশ থেকে বর্ষা বিদায়ের পালা শুরু হয়ে গেছে। এই পর্ব প্রায় ১ মাস ধরে চলবে। কিন্তু এই বর্ষা বিদায় বাংলায় এখনই কোনও প্রভাব ফেলছে না। বাংলা থেকে বর্ষা বিদায়ের অনুকূল পরিবেশ তৈরি হয়নি। বরং প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। আন্দামানের কাছে একটি নিম্নচাপ অক্ষরেখা জন্ম নেওয়ায় তার জেরে বদলে যেতে চলেছে আবহাওয়া।

আবহাওয়া দফতর জানাচ্ছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে শুক্রবার ও শনিবার বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাই এই ২ দিনের বৃষ্টিতে ভিজতে চলেছে। বৃষ্টি ঝেঁপেই হবে বলে পূর্বাভাস। ফলে ভালই ভিজবে দক্ষিণবঙ্গ। তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির তেমন সম্ভাবনা কম।

আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের ওপর এই ঘূর্ণাবর্তের জেরে ওড়িশায় শুক্রবার থেকে রবিবার পর্যন্ত প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে আবার শনিবার, রবিবার ও সোমবার প্রবল বৃষ্টি হতে পারে। বিহারে সোমবার প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এই সময় বঙ্গোপসাগরের ওপর নিম্নচাপ ও ঘূর্ণিঝড় সৃষ্টির অনুকূল পরিস্থিতি বিরাজ করে। ফলে এই সময় রাজ্যে প্রায় প্রতিবছরই নিম্নচাপের বৃষ্টি হয় বা ঘূর্ণিঝড়ের মুখে পড়তে হয়। এবারও তার অন্যথা হচ্ছেনা।

বর্ষা বিদায়ের আগে যে স্লগ ওভারের স্পেল চলছে, তাতে বর্ষা ঘাটতি অন্তত দক্ষিণবঙ্গে মিটে গেলেও যেতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে প্রবল বৃষ্টির একটা ধাপ পার করে সামনের সপ্তাহের শুরুতেও ফের এক দফা প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে এ রাজ্যে।

Share
Published by
News Desk
Tags: Weather