কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে ঘূর্ণিঝড়, প্রতীকী ছবি
আশ্বিন মাস এসে গেছে। শরতকাল তার মধ্যগগনে। এই সময় নীল আকাশে পেঁজা তুলোর দেখা মেলার কথা। কিন্তু বঙ্গোপসাগরের ওপর তৈরি হওয়া নিম্নচাপ হয়তো সেই আবহাওয়া কিছুদিনের জন্য মাটি করতে চলেছে। আবহাওয়া দফতর জানাচ্ছে, বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম অংশে অবস্থান করছে নিম্নচাপটি। যার হাত ধরে পশ্চিমবঙ্গ, ওড়িশা ও ঝাড়খণ্ডে প্রবল বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে।
পশ্চিমবঙ্গে শনিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে।
বজ্র বিদ্যুৎসহ বৃষ্টিও হবে কয়েক জায়গায়। সব মিলিয়ে চলতি সপ্তাহে নিম্নচাপের হাত ধরে ফের বৃষ্টির মুখে পড়তে হবে দক্ষিণবঙ্গকে। অন্যদিকে হিমালয় সংলগ্ন এলাকায় শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
এ রাজ্যে জুলাই মাসের শেষ পর্যন্ত সেভাবে বৃষ্টি হয়নি। তবে তার পর থেকে বৃষ্টি কিন্তু ক্রমে প্রথম দিকের বর্ষা ঘাটতি মিটিয়ে দিচ্ছে।
যদিও প্রতিবছরই দেখা যায় সেপ্টেম্বর, অক্টোবরে বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে এ রাজ্যে বৃষ্টি হয়। এবারও তার অন্যথা হচ্ছেনা। এখন ফি সপ্তাহেই বঙ্গোপসাগরে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে। যা থেকে বৃষ্টি হচ্ছে।
পশ্চিমবঙ্গ ছাড়াও এই নিম্নচাপের জেরে ওড়িশার উত্তর অংশে প্রবল বৃষ্টি হতে চলছে। ঝাড়খণ্ডের দক্ষিণ অংশও এই নিম্নচাপের বৃষ্টিতে টানা ৩ দিন ভিজবে বলেই পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা