National

ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর, কোথায় কবে জেনে নিন

আবহাওয়া দফতর বেশ কিছু জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল। বৃহস্পতিবারের পর শুক্রবারেও আবহাওয়ার বেহাল দশা। কোথায় কবে ভারী বৃষ্টি জেনে নিন।

Published by
News Desk

বৃহস্পতিবার মাঝে মধ্যেই কিছুক্ষণের জন্য ভারী বৃষ্টি দেখেছে কলকাতা। আশপাশের জেলাগুলিতেও একই ঘটনা ঘটেছে। বৃষ্টি হয়েছে দফায় দফায়। শুক্রবারও সকাল থেকেই আকাশের মুখ ভার। বৃষ্টি কোথাও মাঝারি কোথাও হালকা হয়েছে। তবে বৃষ্টি মাঝেমাঝেই থামিয়ে দিয়েছে জীবনের স্বাভাবিক গতিকে। এই পরিস্থিতিতে খুব স্বাভাবিকভাবেই মানুষ জানতে চাইছেন কি বলছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে শুক্রবার বেশ কয়েক জায়গায় ভারী বৃষ্টিই হবে। কোথাও মাঝারি। তবে বৃষ্টি হবে। আবহাওয়া দফতরের পূর্বাভাস এও বলছে যে কয়েক জায়গায় বজ্র বিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে আবার শনিবারও ভাল বৃষ্টি হবে বলেই পূর্বাভাস। মৌসম ভবনের পূর্বাভাস বলছে, ওড়িশা, ঝাড়খণ্ডেও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারপরেও সেখানে ভাল বৃষ্টি হবে। বিহার ও পশ্চিমবঙ্গের উত্তরাংশের জেলাগুলিতে শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আন্দামানে আগামী মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টি চলার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মহারাষ্ট্রর কোঙ্কণ উপকূলীয় এলাকা, গোয়া, গুজরাট এবং মধ্যপ্রদেশে। এমন বৃষ্টি সেখানে আগামী মঙ্গলবার পর্যন্ত চলবে।

অন্যদিকে মঙ্গলবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে তামিলনাড়ু ও পুদুচেরির জন্যও। সব মিলিয়ে দেশের বিভিন্ন প্রান্তেই আগামী কয়েকদিন ভাল বৃষ্টি হবে বলেই মনে করছে আবহাওয়া দফতর।

অগাস্টের শেষে দেখা গেছে দেশজুড়ে সার্বিকভাবে বর্ষায় ঘাটতি রয়েছে। যা সেপ্টেম্বরে মিটতে পারে বলেই মনে করছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather