National

১২২ বছরে অগাস্ট মাসে এমনটা হয়নি, যা এবার হল

এ দেশের ১২২ বছরের ইতিহাস বলছে এমন একটা অগাস্ট মাস কখনও হয়নি। যা সবে শেষ হওয়া অগাস্ট মাসে দেখা গেল।

Published by
News Desk

আবহাওয়া যে বদলেছে তা নিয়ে নতুন করে বলার অপেক্ষা রাখে না। সেই আবহাওয়ার খামখেয়ালিপনা এবার এমন জায়গায় পৌঁছল যে ১২২ বছরের ইতিহাসে এমন অগাস্ট আসেনি। অবশ্য সেটা গরমের জন্য নয়। এমন অগাস্ট আসেনি বর্ষণের নিরিখে।

এবার অগাস্ট মাসে ভারতে বর্ষা ঘাটতির পরিমাণ ৩৬ শতাংশ। অর্থাৎ অগাস্ট মাসে ৩৬ শতাংশ কম বৃষ্টি হয়েছে। যা গত ১২২ বছরে দেখা যায়নি।

মৌসম ভবন জানাচ্ছে, ২০২৩ সালে স্বাভাবিকের চেয়ে কম বা স্বাভাবিকের নিচের দিকে সার্বিক বৃষ্টি দেখতে পাওয়া যেতে পারে। যা পুরো বর্ষার নিরিখে হবে। তারা এখনও তাদের পূর্বাভাস বদলাতে রাজি নয়। আবহাওয়া দফতর জানাচ্ছে, ৯৬ শতাংশ বৃষ্টি হবে। কম বেশি ৪ শতাংশ ধরে।

এখনও যা পরিস্থিতি তাতে মধ্য ভারত ১২ শতাংশ, দক্ষিণ ভারত ১৪ শতাংশ, পূর্ব ও উত্তর ভারতে ১৮ শতাংশ বৃষ্টির ঘাটতি দেখতে পাওয়া গেছে। শুধু পশ্চিমবঙ্গেই বৃষ্টির ঘাটতির পরিমাণ ১৫ শতাংশ।

এতটা বর্ষার ঘাটতি কিন্তু কৃষিকাজে বড় প্রভাব ফেলতে পারে বলেও সতর্ক করেছেন আবহবিদেরা। বৃষ্টি যত কমবে ততই ফলন ধাক্কা খাবে। রবি শস্যের ক্ষেত্রে তা বপন নিয়ে সমস্যা তৈরি হবে।

এই বর্ষা ঘাটতি সেপ্টেম্বরে কতটা পূরণ হয় সেদিকে চেয়ে আছেন সকলেই। এ রাজ্য এই সময় একের পর এক নিম্নচাপের মধ্যে পড়তে থাকে। সেই নিম্নচাপ বর্ষার ঘাটতি অন্তত কিছুটা কমাতেও পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk