National

ভ্যাপসা গরম বাড়ছে, রাজ্যের কোথায় কেমন বৃষ্টির সম্ভাবনা জানাল হাওয়া অফিস

গত রবিবার থেকে যে ভ্যাপসা গরম শুরু হয়েছে তা অব্যাহত। রাজ্যের কোথায় কবে কেমন বৃষ্টির সম্ভাবনা তা জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

গত সপ্তাহে প্রায় শেষ পর্যন্ত বৃষ্টি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গে। কিন্তু শনিবারের পর থেকে বৃষ্টি কেটে রোদ ওঠে। তারপর থেকে ভ্যাপসা গরম বাড়তেই থেকেছে। সোমবার আবার দুপুরের পর কলকাতা সহ আশপাশের অনেক জায়গায় আকাশে মেঘের দেখা মিলেছে। আকাশ মুখ ঢেকেছে মেঘের আস্তরণে।

আবহাওয়া দফতর জানাচ্ছে, রাজ্যের হিমালয় সংলগ্ন জেলাগুলিতে ভাল বৃষ্টি হবে আগামী ৩ দিন। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়িতে ভারী বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎসহ ভাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

তুলনায় দক্ষিণবঙ্গে কিন্তু সেভাবে বৃষ্টির সম্ভাবনা কম। বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বরং আবহাওয়া শুকনোই থাকবে। ফলে ভ্যাপসা গরমের অস্বস্তি বাড়তে পারে। কলকাতায় বৃহস্পতিবারের পর বৃষ্টির কিছুটা সম্ভাবনা রয়েছে।

মৌসম ভবন জানিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গে যখন তেমন বৃষ্টির সম্ভাবনা নেই, বিশেষত দক্ষিণবঙ্গে, তখন উত্তরপূর্ব ভারত কিন্তু প্রবল বৃষ্টির মুখে পড়তে চলেছে আগামী ৫ দিনে। অরুণাচলে সবচেয়ে বেশি বৃষ্টি হবে। এছাড়া মেঘালয়, মণিপুর, অসম, ত্রিপুরা, মিজোরাম সর্বত্র বৃষ্টি হবে।

অন্যদিকে আন্দামান ও নিকোবরেও ভাল বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইবার সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হবে ওড়িশাতেও। প্রসঙ্গত অসমে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। লক্ষাধিক মানুষ গৃহহীন হয়ে পড়েছেন।

অন্যদিকে দক্ষিণ ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি তামিলনাড়ু, কেরালা ও পুদুচেরিতে হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি ভারতে তেমন প্রবল কোনও বৃষ্টির সম্ভাবনা আগামী ৫ দিনে নেই বলেই পূর্বাভাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather