Kolkata

এ কোন হেমন্ত!

Published by
News Desk

নিম্নচাপের জেরে শহরে বৃষ্টি শুরু হয়েছিল বৃহস্পতিবার থেকেই। পূর্বাভাস ছিল শুক্রবারও বৃষ্টির। তবে সেটা হয়নি। কিন্তু মেঘে ঢাকা শহরে টিপটিপ বৃষ্টি আর জোলো আবহাওয়ায় দিনটা স্যাঁতস্যাঁতে অবস্থায় কাটিয়েছেন শহরবাসী। হেমন্তের হিম নেই, নেই উত্তুরে হাওয়া, নেই চামড়ার হাল্কা শীতটান। বরং চতুর্দিক স্যাঁতস্যাঁত করছে। এ কেমন হেমন্ত! একের পর এক নিম্নচাপের জেরে নাজেহাল শহরে শীতের আগমনবার্তাও অমিল। বরং বেশ একটা শ্রাবণ শ্রাবণ ভাব।

আবহবিদরা বলছেন এই অবস্থা চলবে আগামী রবিবার পর্যন্ত। তবে ঘূর্ণিঝড় নাডা পশ্চিমবঙ্গ নয়, আছাড় মারবে বাংলাদেশে। কিন্তু তার প্রভাব তো দক্ষিণবঙ্গে পড়বেই। আর সেটাই হচ্ছে। উপগ্রহ চিত্রেও কলকাতা সহ উপকূলীয় দক্ষিণবঙ্গের ওপর পুরু মেঘের চাদর সুস্পষ্ট। ফলে ঝেঁপে বৃষ্টির কবলে না পড়তে হলেও স্যাঁতস্যাঁতে আবহাওয়ার হাত থেকে এখনই রেহাই নেই শহরবাসীর। তবে আশার কথা একটাই। মেঘ কাটলে ঢুকবে উত্তুরে হাওয়া। অন্তত এমনই জানাচ্ছেন আবহবিদরা।

Share
Published by
News Desk

Recent Posts