World

এশিয়া এ জিনিস আগে দেখেনি, ইতিহাসে এপ্রিল

এশিয়া যে এ জিনিস আগে দেখেনি। ফলে তা তো ইতিহাস গড়বেই। ইতিহাস গড়ল এপ্রিল মাস। মে মাসেও তার জের চলবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়।

Published by
News Desk

ভারতের একটা বড় অংশ ভাবছিল তারাই বুঝি এমনটা দেখছে। কিন্তু একটি রিপোর্ট বলছে ভারত নয়, চিন থেকে শুরু করে লাওস, থাইল্যান্ড সহ দক্ষিণপূর্ব এশিয়া হাড়ে হাড়ে টের পাচ্ছে একই পরিস্থিতি। গরম হাওয়া তাদেরও গৃহবন্দি করে দিয়েছে।

রিপোর্ট বলছে তাপপ্রবাহে ভারতে এখন চরম পরিস্থিতির মুখে পড়েছে বেশ কয়েকটি রাজ্য। যে তালিকায় পশ্চিমবঙ্গও রয়েছে। আবহাওয়া দফতর পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, ওড়িশা এবং অন্ধ্রপ্রদেশে প্রবল তাপপ্রবাহের সতর্কতা জারি করেছে।

এমন তাপপ্রবাহ এপ্রিল মাসে এর আগে বড় একটা দেখা যায়নি। এই অস্বাভাবিক তাপপ্রবাহ শুধু ভারত বলে নয়, এশিয়ার দক্ষিণপূর্ব দিকের প্রায় সব দেশেই থাবা বসিয়েছে।

চিনে অস্বাভাবিক তাপপ্রবাহ চলছে। চিনের ইয়াংসি নদীর বদ্বীপ অঞ্চল নানজিং, হাংজু, চেংগু এলাকায় প্রবল তাপপ্রবাহে পুড়ছেন মানুষজন। আবার থাইল্যান্ডেও পারদ চড়েই চলেছে। একই পরিস্থিতি বাংলাদেশের।

রিপোর্ট বলছে এমন তাপপ্রবাহ এপ্রিল মাসে আগে কখনও দেখেনি এশিয়া। সেদিক থেকে এশিয়া চলতি এপ্রিলে ইতিমধ্যেই একটি নতুন রেকর্ড গড়েছে।

বাংলাদেশের ঢাকায় ৪০ ডিগ্রি পার করেছে পারদ। যা গত ৫৮ বছরে দেখেননি ঢাকার মানুষ। ভারতের অবস্থা নতুন করে বলার অপেক্ষা রাখে না।

এমনও মনে করা হচ্ছে যে এমন তাপপ্রবাহের পরিস্থিতি আরও খারাপ হতে চলেছে। এই তীব্র তাপপ্রবাহ পরিস্থিতি কতদিন বজায় থাকে এবং তা কোন দিকে মোড় নেয় সেদিকেই চেয়ে আছেন আবহবিদেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk