State

আরও শক্তিশালী নিম্নচাপ, জন্মাষ্টমীতে দিনভর বৃষ্টির পূর্বাভাস

সকাল থেকেই আকাশে মেঘের ঘনঘটা। বৃষ্টি তেমন না হলেও মেঘ রয়েছে। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে জন্মাষ্টমীতে দিনভর বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

Published by
News Desk

বঙ্গোপসাগরের ওপর তৈরি নিম্নচাপটি বিকেলের দিকে স্থলভাগে প্রবেশ করার কথা। সেক্ষেত্রে তখন বৃষ্টি আরও বাড়বে। তবে এদিন দিনভরই কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বাঁচোয়া একটাই, প্রবল বৃষ্টির পূর্বাভাস মহানগর বা তার আশপাশের জেলাগুলিতে নেই। মাঝে মাঝে বৃষ্টি হবে। মেঘে ঢাকা থাকবে আকাশ।

তবে উপকূলীয় জেলাগুলিতে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দিঘা, মন্দারমণি, শঙ্করপুর, বকখালির মত সমুদ্র ধারের পর্যটন ক্ষেত্রগুলিতে সতর্ক রয়েছে প্রশাসন। সেখানে অতিভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায় সবচেয়ে বেশি বৃষ্টি হতে পারে। বইতে পারে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াও। এছাড়া পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, ২ বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

রাজ্যের পশ্চিম দিক ঘেঁষা জেলাগুলিতে বেশি বৃষ্টির পূর্বাভাস থাকার কারণও রয়েছে। নিম্নচাপটি শুক্রবার সকালে শক্তি বাড়িয়েছে। তা আরও শক্তি বাড়িয়ে শুক্রবার সন্ধেয় মূলত ওড়িশা উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করার কথা। তার একটা ঝাপটা পশ্চিমবঙ্গ উপকূলেও পড়বে।

ওড়িশা হয়ে সেটি ছত্তিসগড়ের দিকে চলে যাওয়ার কথা। যত তা পশ্চিমে এগোবে ততই পশ্চিমবঙ্গের আকাশ পরিস্কার হবে।

এদিকে ওড়িশায় এদিন সকাল থেকেই উপকূলীয় এলাকায় প্রবল বৃষ্টি শুরু হয়েছে। তা ক্রমশ ওড়িশার উপকূল ছাড়িয়ে আরও ভিতরের দিকে এগোবে বিকেলের পর থেকে। প্রসঙ্গত এই সময় বঙ্গোপসাগরে একের পর এক নিম্নচাপ তৈরি হয়ে থাকে। এমনটা প্রায় ২ মাস চলে থাকে।

Share
Published by
News Desk
Tags: Weather