National

পুরো দেশ বর্ষায় ভিজবে কবে থেকে, জানিয়ে দিল আবহাওয়া অফিস

বর্ষা প্রবেশের পর দেশের বিভিন্ন প্রান্তে তা ছড়িয়ে পড়ে। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু এভাবে এক সময় পুরো দেশে ছড়িয়ে পড়ে। সেটা কবে জানাল হাওয়া অফিস।

Published by
News Desk

বর্ষা এবার একটু আগেই প্রবেশ করেছে ভারতে। কেরালা দিয়ে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ভারতে প্রবেশ করে মে মাসের শেষে। তারপর একটু একটু করে বর্ষা বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়তে থাকে। পশ্চিমবঙ্গেও বর্ষা ঢুকে গিয়েছে।

তবে এখনও দেশের কিছু অংশ এমনও রয়েছে যেখানে বর্ষার প্রবেশ ঘটেনি। বিশেষত উত্তর পশ্চিম ভারতে বর্ষা সব শেষে প্রবেশ করে।

খাতায় কলমে সারা ভারতে বর্ষা ছড়িয়ে পড়‌ে ৮ জুলাইয়ের মধ্যে। তবে এবার তা ২ দিন আগেই হতে পারে বলে মনে করছে আবহাওয়া দফতর।

তারা জানিয়েছে, আগামী ৩০ জুন থেকে ৬ জুলাইয়ের মধ্যে বর্ষা গোটা দেশে ছড়িয়ে পড়বে। দেশের এমন কোনও অংশ বাকি থাকবে না যেখানে বর্ষার প্রবেশ ঘটেনি।

তবে কোন তারিখে সারা দেশে বর্ষা ছড়িয়ে পড়বে সেকথা জিজ্ঞেস করা হলেও তার উত্তর দেয়নি মৌসম ভবন। তাদের মতে, এভাবে দিন বলা সম্ভব নয়। তবে হাওয়া অফিসের পূর্বাভাস এবার মনে করা হচ্ছে ৬ জুলাইয়ের মধ্যেই কোনও সময় বর্ষা সারা দেশে ছড়াবে।

প্রসঙ্গত সারা দেশই বর্ষার দিকে তাকিয়ে থাকে। কৃষকরাও যেমন তাকিয়ে থাকেন ভাল বর্ষার দিকে, তেমনই থাকে শেয়ার বাজারও।

এবার আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী দেশে স্বাভাবিক বর্ষা হবে। তবে কিছু জায়গায় স্বাভাবিকের চেয়ে কম বর্ষার সম্ভাবনা রয়েছে।

প্রসঙ্গত পশ্চিমবঙ্গের দক্ষিণ অংশে বর্ষা প্রবেশ করলেও বৃষ্টি সেভাবে হয়নি। আবার উত্তর অংশ অতি বৃষ্টিতে কার্যত নাজেহাল। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather