Categories: Kolkata

পুজো মাটি করছে ঘূর্ণাবর্ত

Published by
News Desk

পুজোয় পিছু ছাড়ছে না বৃষ্টি। ষষ্ঠী, সপ্তমীর পর মহাষ্টমীতেও শহর ভাসল বৃষ্টিতে। এদিন সকালের দিকে আকাশ পরিস্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ ফের কালো মেঘে ছেড়ে যায় আকাশ। আর সাড়ে ১১টার পর নামে বৃষ্টি। কোথাও বৃষ্টির দাপট ছিল বেশি, তো কোথাও কিছুটা কম। ফলে পুজোর মধ্যগগনে ফের পুজো উদ্যোক্তাদের মাথায় হাত পরে। অনেক প্যান্ডেলের সাজসজ্জা পলিথিনের প্যাকেট দিয়ে মুড়িয়ে সেগুলিকে যতটা সম্ভব রক্ষা করার চেষ্টা চালান তাঁরা। এদিকে বৃষ্টির জেরে মাঠ থেকে রাস্তা, সর্বত্রই জলকাদা পথচলতি মানুষের প্রবল দুর্ভোগের কারণ হয়। এদিন যখন বৃষ্টি নামে, তখন অনেক প্যান্ডেলেই পুষ্পাঞ্জলি চলছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, বঙ্গোপসাগরের ওপর সৃষ্ট ঘূর্ণাবর্তের জেরে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গে পুজো জুড়েই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নবমী থেকে বৃষ্টির প্রকোপ বাড়তে পারে বলেই সতর্ক করেছে তারা। এদিন সকাল থেকে উত্তরবঙ্গের জেলাগুলিতেও প্রবল বৃষ্টি হয়।

Share
Published by
News Desk