National

এবার দেশের কোথায় কেমন বর্ষা হবে, জানিয়ে দিল আবহাওয়া দফতর

খাতায় কলমে গ্রীষ্মকাল শুরু শুক্রবার থেকে। ২ মাস কাটলে দেশে নামবে বর্ষা। এবার কোথায় কেমন বর্ষা হবে পরিস্কার করে জানিয়ে দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

বর্ষা আসতে এখনও ২ মাস বাকি। তার আগে তীব্র গরমে পুড়তে হবে দেশকে। তবে এই গরমের পর বর্ষার অপেক্ষায় থাকেন সকলে।

বর্ষার লম্বা ইনিংস যদিও মানুষকে নাজেহাল করে। তবে গরমের পর বর্ষার দিকে অনেকটাই তাকিয়ে থাকেন মানুষজন। ২ মাস এখনও বাকি থাকলেও এবছর কেমন বর্ষা হবে ভারতজুড়ে তা পরিস্কার করে দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে এবার দেশজুড়ে স্বাভাবিক বর্ষা হবে। তবে সেটা গড়ে। কয়েক জায়গায় কম বৃষ্টি পাবেন মানুষজন। আবহাওয়া দফতর জানিয়েছে এবার গড়ে ৯৯ শতাংশ বৃষ্টি হবে।

তবে উত্তর পূর্ব ভারত, উত্তর পশ্চিম ভারতের উত্তর অংশ এবং উপকূলীয় ভারতের দক্ষিণ অংশ কম বৃষ্টি পেতে চলেছে। সেখানে স্বাভাবিকের চেয়ে কম বৃষ্টি হবে এ বছর।

ভারতের বাদবাকি অংশে স্বাভাবিক বৃষ্টি হবে বলে জানিয়ে দিয়েছেন ভারতের আবহাওয়া দফতরের ডিরেক্টর জেনারেল মৃত্যুঞ্জয় মহাপাত্র।

প্রশান্ত মহাসাগরের নিরক্ষীয় অঞ্চলে লা নিনা যথেষ্ট সক্রিয়। তার সঙ্গে ভারত মহাসাগরের বিভিন্ন অংশে জলের তাপমাত্রায় ফারাক দেখা যাচ্ছে। যা ভারতের বর্ষায় যথেষ্ট প্রভাব ফেলে। তাই সেদিকে কড়া নজর রাখছেন আবহবিদেরা।

জলের উষ্ণতার তারতম্যের দিকে সর্বদা নজর রয়েছে তাঁদের। সবদিক নজর রেখে মে মাসের শেষ সপ্তাহে ফের একটি পূর্বাভাস বর্ষা নিয়ে দেবে আবহাওয়া দফতর। বর্ষার ঠিক আগেই পাওয়া যাবে সেই পূর্বাভাস। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather