গ্রীষ্মকাল, প্রতীকী ছবি
চৈত্র মাস দোরগোড়ায়। ভোরবেলা বা রাতের দিকে কিছুটা আলতো ঠান্ডার পরশ থাকলেও বেলা বাড়লে তা উধাও হয়ে যাচ্ছে। রীতিমত ঘাম ঝরছে। গরমে বেশিক্ষণ রোদের মধ্যে থাকা যাচ্ছেনা। কিন্তু তারপরেও এটা মেনে নিতেই হবে যে সেই গরমটা এখনও পড়েনি। গরম পড়তে চলেছে। আর তা কবে থেকে সেটাই পরিস্কার করল আবহাওয়া দফতর।
সাধারণ মানুষ একটা কথা বলেই থাকেন, যে দোল বা হোলির পরই গরম বাড়তে শুরু করে। এবার দোল বা হোলি কিছুটা দেরিতে। এবার কী তাহলে গরমও সেভাবেই বাড়তে চলেছে?
আবহাওয়া দফতর যে পূর্বাভাস দিয়েছে তার মানে কিন্তু সেটাই দাঁড়ায়। আবহাওয়া দফতর জানাচ্ছে আগামী ১৭ মার্চ থেকে দেশজুড়েই পারদ চড়া শুরু হয়ে যাবে। স্বাভাবিকের চেয়ে বেশি গরমের বার্তাই রয়েছে আগামী সপ্তাহে।
১৭ থেকে পারদ চড়া সেই যে শুরু হবে, তা স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৪ ডিগ্রি বেশি থাকবে বলেই পূর্বাভাসে জানানো হয়েছে। বিশেষত ভারতের উত্তর পশ্চিম দিক, মধ্য ভারত, পূর্ব ভারত, উত্তরপূর্ব ভারতে পারদ স্বাভাবিকের চেয়ে বেশি থাকবে। বাকি ভারতে স্বাভাবিক থাকতে পারে পারদ। ফলে এ রাজ্য যে বড় একটা রেহাই পাবে এমনটা নয়।
এদিকে গুজরাটের জন্য আরও খারাপ খবরই শুনিয়েছে হাওয়া অফিস। গুজরাটের বেশ কিছু জায়গায় কয়েক দিনের মধ্যে তাপপ্রবাহের পূর্বাভাস দেওয়া হয়েছে। চৈত্র মাসেই যদি তাপপ্রবাহ শুরু হয়ে যায়, তাহলে গ্রীষ্মকালে কি হবে! তা ভেবেই কুল পাচ্ছেন না মানুষজন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা