Kolkata

বৃষ্টি কাটতেই ফিরল শীতের কামড়, পারদ নামল লাফ দিয়ে

শুক্রবার কলকাতা ভাসিয়ে দিয়েছে বৃষ্টি। শুক্রবার বৃষ্টির পূর্বাভাস ছিলই। সেইমত কলকাতা সহ রাজ্য ভিজেছে। সেই বৃষ্টি কাটতেই শীতের কামড় ফিরে এসেছে।

Published by
News Desk

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে এবার শীতকালে দফায় দফায় বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। বৃষ্টি এসেছে যখন তখন উত্তুরে হাওয়া বাধা পেয়েছে। চড়েছে পারদ। ফের বৃষ্টি কাটতে উত্তুরে হাওয়া ঢুকে কনকনে ঠান্ডা পড়েছে।

গত শুক্রবারও ওই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবেই প্রবল বৃষ্টি হল বঙ্গে। বেলা বাড়তেই আকাশ মেঘলা করে বৃষ্টি নেমেছে। টানা বৃষ্টিতে বর্ষার আবহ তৈরি হয়।

শুক্রবার বৃষ্টি হলেও শনিবার সরস্বতী পুজোর দিন থেকেই আকাশ পরিস্কার হয়ে ঝলমলে রোদ ওঠে। আর রোদ ওঠার সঙ্গে সঙ্গেই পারদ তরতর করে নেমেছে। এক ধাক্কায় একদিনে ৩ ডিগ্রি পড়েছিল পারদ।

সোমবারও কলকাতায় ১৩ ডিগ্রির আশপাশেই সর্বনিম্ন পারদ ঘোরাফেরা করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এখন আকাশও পরিস্কারই থাকছে। কেবল হিমালয় পাদদেশ এলাকায় কিছুটা মেঘ থাকতে পারে।

কনকনে ঠান্ডা কিন্তু এ সপ্তাহান্তে মাঘের শেষে এসেও শীতের অনুভূতি দিয়েছে। এখন সকলের প্রশ্ন মাঘ তো প্রায় শেষ। তাহলে কি এটাই এ বছরের মত শীতের শেষ কামড়? এখনও আবহাওয়া দফতর পরিস্কার করে কিছু না জানালেও এমনটাই মনে করা হচ্ছে।

পশ্চিমবঙ্গের মানুষ এটা দীর্ঘকাল ধরে মেনে এসেছেন যে সরস্বতী পুজো পার হওয়া মানেই শীত বিদায় শুরু। এবারও তার অন্যথার কথা তাঁরা ভাবছেন না।

অধিকাংশ মানুষের মতে এটাই হয়তো শীতের শেষ কামড়। এবার বসন্তের দখিনা বাতাসের পালা। তবে এটাই সত্যি কিনা তা বুঝতে হাওয়া অফিসের নিশ্চিত বার্তার প্রয়োজন।

Share
Published by
News Desk
Tags: Weather