Kolkata

মাসের শীতলতম দিন, তবে ফের চড়তে চলেছে পারদ, সঙ্গে বৃষ্টি

সপ্তাহের শেষে যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে তা আগেই জানিয়েছিল আবহাওয়া দফতর। শনিবার ও রবিবার সেটাই ফের একবার প্রমাণ হল। রবিবার ছিল মাসের শীতলতম দিন।

Published by
News Desk

জানুয়ারির শেষে পৌঁছে স্লগ ওভারে শীতের ঝোড়ো ব্যাটিং শুরু হয়েছে। রবিবার জানুয়ারি মাসের শীতলতম দিন ছিল। কলকাতার সর্বনিম্ন পারদ নেমেছিল ১১.৮ ডিগ্রিতে। আশপাশের জেলা বা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পারদ আরও নিচে ছিল। ফলে শীতের কামড় বেশ টের পাচ্ছেন মানুষজন।

অনেকেই খুশি যে অন্তত কটা দিনের জন্য হলেও শীতটা উপভোগ করতে পারছেন তাঁরা। কারণ এবার শীত অনেকটাই চুরি গেছে বৃষ্টির কোপে।

কিন্তু এই ঠান্ডা বেশিদিন অব্যাহত থাকবে না। মঙ্গলবার পর্যন্ত এমন এক ঠান্ডা মিলবে। তারপর বুধবার থেকে ফের পারদ চড়তে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদেরা।

আগামী সপ্তাহের শনিবার সরস্বতী পুজো। এবার সরস্বতী পুজোয় কিন্তু বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জানা যাচ্ছে আগামী শুক্রবার থেকেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে।

সরস্বতী পুজোতেও বৃষ্টির আশঙ্কা রয়েছে। ফলে আগামী সপ্তাহের শুরুটা ঠান্ডা দিয়ে হলেও তারপর গরম বাড়বে। সপ্তাহ শেষ হবে বৃষ্টি দিয়ে।

দক্ষিণে যখন শুক্রবার থেকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে, তখন উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস রয়েছে একদিন আগে থেকেই। সেখানে বৃষ্টি শুরু হবে বৃহস্পতিবার থেকেই। শুক্র ও শনিবার সেখানে ভাল বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি হতে পারে। ফলে উত্তরেও সরস্বতী পুজোটা বৃষ্টিতেই কাটবে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গের পড়ুয়াকুলের অন্যতম উৎসব সরস্বতী পুজো এবার বৃষ্টিতে কিছুটা হলেও মাটি হওয়ার একটা সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে গেল।

Share
Published by
News Desk