Categories: Kolkata

ভাঙল প্যান্ডেল, চতুর্থীতে বানভাসি দুর্গাপুর

Published by
News Desk

চতুর্থীতে প্রবল বৃষ্টিতে ভেঙে পড়ল বেশ কয়েকটি প্যান্ডেল। জলে ডুবল বিভিন্ন বারোয়ারি চত্বর। খরচ করে প্যান্ডেল তৈরি করলেও তার অনেকটাই বৃষ্টি ধুয়ে নিয়ে গেছে। সব মিলিয়ে মাত্র দেড় ঘণ্টার মুষলধারার বৃষ্টি পুজো শুরুর আগেই তছনছ করে দিল দুর্গাপুরের বিস্তীর্ণ এলাকা। শুধু দুর্গাপুর বলেই নয়, বর্ধমান জেলার একটা বড় অংশই এদিন প্রবল বৃষ্টির মুখে পড়ে। একটি বারোয়ারির গেট ভেঙে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সব মিলিয়ে চতুর্থীর দুপুরে ফের নতুন করে প্যান্ডেল সাজানো নিয়ে মিটিংয়ে বসতে হয় দুর্গাপুরের অনেক পুজো উদ্যোক্তাকে। অন্যদিকে তৃতীয়ার সন্ধে থেকেই মুহুর্মুহু বাজ আর বিদ্যুতের ঝলকানিতে অশনি সংকেত দেখলেও বৃষ্টি কলকাতায় তেমন একটা হয়নি। বুধবার চতুর্থীতেও সকাল থেকে আকাশে চলেছে রোদ মেঘের খেলা। তবে বৃষ্টি সেভাবে হয়নি। দুপুরের দিকে আকাশ ঘন মেঘে ছেয়ে যায়। ঠান্ডা হাওয়ায়ও বইতে শুরু করে কলকাতায়। পুজোর দিনগুলোতে টুকটাক বৃষ্টির সম্ভাবনা থাকলেও একটানা বা প্রবল বৃষ্টির তেমন সম্ভাবনা নেই বলেই আশ্বস্ত করেছে আবহাওয়া দফতর।

Share
Published by
News Desk