Categories: Kolkata

কলকাতা ৪১.৩°

Published by
News Desk

দহনজ্বালায় জ্বলছে কলকাতা। সোমবার কলকাতার তাপমাত্রার পারদ চড়েছে ৪১.৩ ডিগ্রিতে। আলিপুর আবহাওয়া দফতরের দাবি এই তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বেশি। অর্থাৎ খাতায় কল‌মে সোমবার তাপপ্রবাহের কবলে পড়েছে কলকাতা। কারণ আবহবিদদের মতে, তখনই কোনও জায়গায় তাপপ্রবাহ বা চলতি কথায় লু বইছে বলা যায়, যখন সেখানে তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি বা তার বেশি থাকে। আগামী ৪৮ ঘণ্টায় শহর জুড়ে তাপপ্রবাহ তো চলবেই, সেইসঙ্গে কলকাতার তাপমাত্রা আরও বাড়তে পারে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। শুধু কলকাতা বলে নয়, এদিন গোটা দক্ষিণবঙ্গই গরমে নাজেহাল হয়েছে। ভোটের উত্তাপের সঙ্গে তাল মিলিয়ে তরতর করে চড়েছে তাপমাত্রার পারদ। বাঁকুড়ার তাপমাত্রা এদিন ৪৫° পার করেছে। আগামী ৪৮ ঘণ্টায় কলকাতা, বাঁকুড়া, পুরুলিয়া, দুই মেদিনীপুর সহ গোটা দক্ষিণবঙ্গেই তাপপ্রবাহের সতর্কবার্তা জারি করেছে হাওয়া অফিস।

Share
Published by
News Desk

Recent Posts