ফাইল : নিম্নচাপের বৃষ্টি ভেজা কলকাতা, ছবি - আইএএনএস
রবিবার সকাল থেকে ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূল বৃষ্টিতে ভেসে যাচ্ছে। ঘূর্ণিঝড় জাওয়াদ দুর্বল হয়ে গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এখন তা ওড়িশা হয়ে উপকূল ধরে বাংলার দিকে আগুয়ান হচ্ছে।
ফলে সন্ধের পর থেকে পশ্চিমবঙ্গে বৃষ্টি আরও বাড়বে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়বে উপকূলীয় এলাকায়। এদিন মধ্যরাতের মধ্যে নিম্নচাপটি গভীর নিম্নচাপ থেকে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। যার জেরে সোমবারও বৃষ্টি হবে।
রবিবার সন্ধে থেকে ২ মেদিনীপুর, দুই ২৪ পরগনা, ঝাড়গ্রামে প্রবল বৃষ্টি হবে। বৃষ্টি বাড়বে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলিতেও।
কলকাতায় বৃষ্টি ক্রমশ আবার কমতে শুরু করবে সোমবার বিকেল থেকে। তারপর আকাশ পরিস্কার হবে। মঙ্গলবার থেকে রাজ্যজুড়েই পরিস্থিতি উন্নত হবে। বৃষ্টি কমবে।
নিম্নচাপ হয়ে জাওয়াদ উপকূলীয় এলাকা ধরে এগোতে এগোতে শক্তিক্ষয় করবে। ফলে তারপর বৃষ্টি উধাও হয়ে রোদের দেখা মিলবে। এদিকে মৎস্যজীবীদের আগামী সোমবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
এমন এক সময় বৃষ্টিতে নাজেহাল মানুষ ভুলতে বসেছেন যে এটা শীতের সময়। হেমন্ত প্রায় শেষ। শীতের পদধ্বনি শোনার পালা। কিন্তু সে সব মুছে এখন শ্রাবণের ধারাপাত চলছে।
তবে এবার শীত কবে থেকে পড়বে? আবহাওয়া দফতর জানাচ্ছে ঠান্ডা বাড়তে পারে আগামী ১১ ডিসেম্বর থেকে। তাও স্বল্প সময়ের জন্য।
২৭ বছরে কোনও যানবাহনে ওঠেননি তিনি। এমনকি কোনও নৌকা বা গরুর গাড়িতেও নয়। স্রেফ পায়ে…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
মিথুন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
কর্কট রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
সিংহ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…