ফাইল : চেন্নাই শহরের আকাশে মেঘ, ছবি - আইএএনএস
কাশ্মীর সাদা বরফে ছেয়ে গেছে। দ্রাসে পারদ নেমেছে মাইনাস ১৩ ডিগ্রিতে। কনকনে ঠান্ডায় কাঁপছে ভূস্বর্গ। পশ্চিমবঙ্গে এখন অবশ্য হেমন্তের পরশ। ভরা হেমন্তের গন্ধ আকাশে বাতাসে। ক্রমশ উত্তুরে হাওয়ার দাপট বাড়ছে। ভোরের দিকে কুয়াশাও হচ্ছে অনেক জায়গায়।
রাজ্যের পশ্চিম ভাগের জেলাগুলিতে ঠান্ডার পরশ বেশি। সেখানে ভোরে বা রাতের দিকে রীতিমত শীতের অনুভূতি। এখন সারাদিনই কিন্তু একটা অন্য পরিবেশের স্পর্শ অনুভূত হচ্ছে রাজ্যজুড়েই।
গত ৪ দিন ধরে পারদ পড়েই চলেছে। ফলে রাতে ঠান্ডা বাড়ছে। যা আরও বাড়বে বলেই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রাজ্যে এখন এই হেমন্তের পরশ বজায় থাকবে বলেও জানিয়ে দিয়েছে তারা।
একটানা ৪ মাসের ওপর বৃষ্টিতে কাটানোর পর এই হিমেল পরশে বেজায় খুশি রাজ্যবাসী। ঝলমলে রোদে এই পারদ পতন তারিয়ে উপভোগ করছেন তাঁরা।
কাশ্মীরে যখন ঘোর শীত, পশ্চিমবঙ্গে যখন হেমন্তের পরশ, তখন দেশের দক্ষিণ ভাগে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তামিলনাড়ুতে ভারী বৃষ্টির কথা জানিয়ে দিয়েছে হাওয়া অফিস। উত্তরপূর্ব মৌসুমি বায়ুর প্রভাবে সেখানে এখন কার্যত বর্ষাকাল।
এরমধ্যে আবার শ্রীলঙ্কার ওপর একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে তার প্রভাবে আগামী ৪ নভেম্বর থেকে আরও বৃষ্টি বাড়বে বলেই মনে করা হচ্ছে।
সেক্ষেত্রে গোটা দিওয়ালীই বর্ষায় কাটবে তামিলনাড়ুর। রবিবারও চেন্নাই সহ তামিলনাড়ুর বিভিন্ন অংশে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আকাশ মেঘলা থাকবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা