ফাইল : কলকাতায় আম্ফানের তাণ্ডবলীলা, ছবি - আইএএনএস
ভারত ও বাংলাদেশের ওপর ২০২০ সালে আছড়ে পড়েছিল ঘূর্ণিঝড় আম্ফান। প্রলয়ঙ্করী সেই ঝড় তছনছ করে দিয়েছিল বহু এলাকা। যে ধ্বংসলীলার স্মৃতি আজও তাজা।
এখনও সেই ঝড়ে ধ্বংস হওয়া বহু এলাকা আগের অবস্থায় ফিরতে পারেনি। কিন্তু সে ঝড় তো এখানে হয়েছে। তারসঙ্গে তো আমেরিকায় দাবানল বা বিশ্বের অন্য কোথাও খরার কোনও সম্পর্ক থাকতে পারেনা। তাও আবার যা বছরের বিভিন্ন সময়ে হয়েছে।
আপাত দৃষ্টিতে পারেনা হলেও গবেষণা বলছে পারে। ইউনাইটেড নেশনস ইউনিভার্সিটি-র ইন্সটিটিউট ফর এনভায়রনমেন্ট অ্যান্ড হিউম্যান সিকিউরিটি এই গবেষণা চালিয়েছে।
গবেষণা থেকে যা পাওয়া গেছে তাতে বলা হচ্ছে, ২০২০-২১ সালে বিশ্বে আম্ফান সহ এমন ১০টি প্রাকৃতিক বিপর্যয় হয়েছে যাদের মধ্যে একটা যোগসূত্র রয়েছে।
এটা মনে হতে পারে তাহলে হয়তো বিশ্বের আবহাওয়া পরিবর্তনকে ইঙ্গিত করা হচ্ছে। কিছুটা হয়েছে ঠিকই তবে পুরোটা নয়। বরং গবেষকেরা জানাচ্ছেন এগুলো শুধুই প্রাকৃতিক কারণে হয়নি, এর পিছনে মানুষেরও হাত রয়েছে।
২০২০-২১ সালে বিশ্বে আম্ফান ছাড়াও বেশ কয়েকটি প্রাকৃতিক বিপর্যয় চমকে দিয়েছিল। যার মধ্যে রয়েছে টেক্সাসে ভয়ংকর কোল্ড ওয়েভ, অ্যামাজন রেনফরেস্টে প্রায় ৫০ লক্ষ একর জমিতে দাবানল, ভিয়েতনামে মাত্র ৭ সপ্তাহের মধ্যে ৯টি অতিভয়ংকর ঝড়ের আছড়ে পড়া বা এখনও বিশ্বের ত্রাস হয়ে থেকে যাওয়া করোনা অতিমারি।
সবের মধ্যেই এক সূক্ষ্ম যোগসূত্র পাচ্ছেন গবেষকেরা। কারণ এ সবের পিছনে তাঁরা প্রকৃতি ছাড়াও মানুষের হাত দেখতে পাচ্ছেন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা