Categories: Kolkata

নিম্নচাপের পিছু ধাওয়া করছে নিম্নচাপ

Published by
News Desk

বঙ্গোপসাগরে সৃষ্ট অতি গভীর নিম্নচাপের জেরে গত রবিবার থেকে বৃষ্টি শুরুর পর বুধবার সন্ধেয় কার্যত শহর অচল করে দেয় ঝড়, বৃষ্টির জোড়া তাণ্ডব। তারপর যদিও সেই নিম্নচাপ ঝাড়খণ্ড হয়ে মধ্যপ্রদেশ পাড়ি দেওয়ায় বৃহস্পতিবার থেকে শহরের আকাশ পরিস্কার। উঠেছে রোদ। শুক্রবারও যা বজায় রয়েছে। কিন্তু সুগ্রীব দোসরের মত আরও একটি নিম্নচাপ ইতিমধ্যেই বঙ্গোপসাগরে ঘনীভূত হওয়া শুরু করেছে। যা শনিবার সন্ধের মধ্যেই যথেষ্ট শক্তি সঞ্চয় করে দক্ষিণবঙ্গের ওপর চলে আসার কথা। যার জেরে শনিবার রাত থেকেই ফের শহরে বৃষ্টি শুরুর পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। যা রবি ও সোমবারও জারি থাকবে বলে মনে করছেন আবহবিদেরা।

Share
Published by
News Desk
Tags: Kolkata News

Recent Posts