Kolkata

রাজ্যে কবে ঢুকছে বর্ষা, পূর্বাভাস দিল আবহাওয়া দফতর

কেরালায় বর্ষা ঢুকেছে গত বৃহস্পতিবার। ক্রমশ দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু দেশের অন্য অংশে ছড়াচ্ছে। এ রাজ্যে কবে ঢুকবে বর্ষা? তার পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

Published by
News Desk

কেরালায় বর্ষা প্রবেশের সময় ১ জুন। এবার তা ২ দিন দেরিতে ঢুকেছে। এ রাজ্যে খাতায় কলমে বর্ষা ঢোকার সময় ৮ জুন। সে সময় আগত। কিন্তু ওইদিন কী বর্ষা সত্যিই রাজ্যে প্রবেশ করছে?

কারণ অনেক বছরই দেখা যায় বর্ষা প্রবেশে বিলম্ব হচ্ছে এ রাজ্যে। এবার যশ চলে যাওয়ার পর সেই বৃষ্টি ভেজা আবহাওয়া বিদায় নিয়েছে।

এখন প্রবল গরম আর অস্বস্তিকর প্যাচপ্যাচে আবহাওয়ায় দিন কাটছে মানুষের। ফলে দ্রুত বর্ষার প্রবেশ চাইছেন মানুষজন। অন্তত প্রাণটা তো জুড়োবে। এবার সেই প্রাণ জুড়োনো পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানাচ্ছে উত্তর বঙ্গোপসাগরে একটা নিম্নচাপ তৈরির পরিবেশ তৈরি হয়েছে। যা ১১ জুন এ রাজ্যে বৃষ্টি ঘটাতে পারে। আর তার হাত ধরেই এ রাজ্যে ঢুকে পড়বে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু।

যার মোদ্দা কথা হল ১১ জুন এ রাজ্যে বর্ষা ঢুকতে চলেছে বলে মনে করছেন আবহবিদেরা। সেক্ষেত্রে অন্য অনেক বছরের চেয়ে আগেই বর্ষা প্রবেশ করবে এ রাজ্যে।

এমনকি পূর্বাভাস বলছে নিম্নচাপের হাত ধরে বর্ষা প্রবেশ তো করবে রাজ্যে, সেইসঙ্গে পশ্চিমবঙ্গ ও তার আশপাশের রাজ্যগুলিতে নিম্নচাপের প্রভাবে ভাল বৃষ্টিও হবে।

জ্যৈষ্ঠের শেষেই এ রাজ্যে বর্ষা ঢুকে যেতে চলেছে। এখন যে অস্বস্তিকর গরমে মানুষের প্রাণ ওষ্ঠাগত তা আর সহ্য করতে হবে সামান্য কটা দিনই। তারপরই স্বস্তির বৃষ্টি নিয়ে নামবে বর্ষা।

আবহাওয়া দফতর জানিয়ে দিয়েছে এ বছর স্বাভাবিক বর্ষাই পেতে চলেছে দেশ। দেশের সব কোণায় বর্ষা হবে স্বাভাবিক। তবে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ও উত্তর পূর্ব ভারতের দেশগুলি তুলনায় কিছুটা কম বৃষ্টি পেতে পারে।

তবে তা বর্ষার স্বস্তি কেড়ে নেওয়ার মত কম যে হবে না তাও স্পষ্ট করেছে হাওয়া অফিস। ফলে গ্রীষ্ম তার শেষ লগ্নে পৌঁছে গেছে। এবার সামনের ৪ মাস বর্ষার মধ্যেই কাটবে বাঙালির দিন।

Share
Published by
News Desk
Tags: Weather