National

প্রাক-বর্ষাতেই অতিবৃষ্টির থাবা

যেখানে বৃষ্টি বিরল, সেখানে বর্ষা নামার আগেই অতিবৃষ্টি হল। এখন প্রশ্ন, আগেই যদি এত বৃষ্টি তাহলে বর্ষায় কী হবে!

Published by
News Desk

জয়পুর : মাঝেমধ্যেই বৃষ্টি নেমেছে এখানে। গোটা রাজ্যজুড়ে না হলেও মরুরাজ্যের অনেক জায়গায় এপ্রিল ও মে মাসে মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে। যা সেখানকার চরমে ওঠা পারদকে নিমেষে নামিয়ে স্বস্তি দিয়েছে। এবার প্রাক-বর্ষাতেও যা বৃষ্টি হয়েছে তা রেকর্ড। ১৩০ শতাংশ প্রাক-বর্ষায় বৃষ্টি পেয়েছে রাজস্থান। যা দেখে অবাক আবহবিদেরা।

প্রতি বছরের হিসাব মিলিয়ে গড় করলে দেখা যাচ্ছে রাজস্থানে প্রাক-বর্ষায় বৃষ্টি হয় ২১ মিলিমিটার পর্যন্ত। সেখানে এ বছর প্রাক-বর্ষায় বৃষ্টি হয়েছে ৪৮ মিলিমিটারের ওপর। আবহাওয়া দফতরের দেওয়া এই হিসাব কিন্তু অবাক করছে অনেককেই। আবহাওয়া বদলাচ্ছে একথা অনেকের জানা। কিন্তু প্রভাবে মরুরাজ্যে অতিবৃষ্টি বিরল।

কেন এমন কাণ্ড? আবহাওয়া দফতর জানাচ্ছে, এ বছর পশ্চিমী ঝঞ্ঝা রাজস্থানের পিছু ছাড়েনি। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছে রাজস্থানে। যার জেরে এপ্রিল ও মে মাসে মাঝেমাঝেই ঝমঝমিয়ে বৃষ্টি হয়েছে রাজস্থানের অনেক জায়গায়। যার হাত ধরে এবার অতি প্রাক-বর্ষার বৃষ্টির মুখে পড়েছে রাজস্থান। প্রসঙ্গত এবারই আবার রাজস্থানের চুরু গ্রীষ্মে দেশের সর্বোচ্চ তাপমাত্রা দেখেছে। ৫০ ডিগ্রি পার করেছিল পারদ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk