Kolkata

বিকেলে ঝেঁপে বৃষ্টি, দোরগোড়ায় বর্ষা

রবিবারের বৃষ্টিতে ভেসেছিল কলকাতা। সোমবারও দুপুর বিকেলে কলকাতা সহ আশপাশের এলাকায় ঝেঁপে বৃষ্টি নামে।

Published by
News Desk

কলকাতা : সকালে রোদের চোখরাঙানি। সঙ্গে ভ্যাপসা গরম। আর দুপুর হলেই আকাশে মেঘের সঞ্চার। ক্রমশ জলভরা কালো মেঘে আকাশ ছেয়ে যাওয়া। তারপর বৃষ্টি। রবিবারের মত সোমবার অত ঝড়ের দাপট না থাকলেও এদিন বৃষ্টি হয়েছে যথেষ্ট। কলকাতা সহ আশপাশের জেলাগুলিতে বৃষ্টি হয়। ঝেঁপে বৃষ্টির ফলে অনেক জায়গায় জল দাঁড়িয়ে যায়।

এমন বৃষ্টি সামনের দিনগুলোতেও বজায় থাকবে বলেই জানাচ্ছে আবহাওয়া দফতর। নিম্নচাপের কারণে এই বৃষ্টি। যা মঙ্গলবার আরও বেশি মাত্রায় হওয়ার পূর্বাভাস রয়েছে। এই নিম্নচাপ ও বৃষ্টির হাত ধরেই রাজ্যে ঢুকে পড়বে বর্ষা। কেরালায় এবার প্রথা মেনে ১ জুন বর্ষা ঢুকেছে। এবার ক্রমশ সারা দেশে বর্ষা শুরু হবে। এবার দেশজুড়ে স্বাভাবিক বর্ষার পূর্বাভাস রয়েছে। ফলে বৃষ্টি ভালই হবে।

পশ্চিমবঙ্গে বর্ষা ঢুকছে ১২ জুন বলে মনে করছেন আবহবিদেরা। উত্তরবঙ্গ দিয়েই বর্ষা প্রবেশ করবে। ইতিমধ্যেই রাজ্যে প্রাক-বর্ষার বৃষ্টি শুরু হয়েছে। এবার বর্ষা যত জাঁকিয়ে শুরু হবে ততই প্রবল গরম কমতে থাকবে। ১৫ জুন শেষ হচ্ছে জ্যৈষ্ঠ মাস। সামনে আষাঢ়, শ্রাবণ। ভরা বর্ষা। বৃষ্টি এখন ভাদ্র, আশ্বিনেও কম হয়না।

Share
Published by
News Desk