National

বর্ষা আসছে কবে, জানাল আবহাওয়া দফতর

ভারতে বর্ষার প্রবেশদ্বার কেরালা। কেরালায় কবে বর্ষা ঢুকছে সেদিকে চেয়ে থাকেন সকলে। এবার সেখানে কবে ঢুকবে বর্ষা, জানাল আবহাওয়া দফতর।

Published by
News Desk

নয়াদিল্লি : শুক্রবার ছিল জ্যৈষ্ঠমাসের প্রথম দিন। খাতায় কলমে আরও ১ মাস বাকি গ্রীষ্মের। জ্যৈষ্ঠের কাঠফাটা গরম বাকি থাকলেও বর্ষার দিনগোনা শুরু হয়ে গেল। খাতায় কলমে দেশে বর্ষা প্রবেশ করে কেরালা দিয়ে। আর তা প্রবেশ করার কথা ১ জুন। তবে প্রতি বছর যে ওই দিনটাতেই বর্ষা প্রবেশ করে তা নয়। বরং আগুপিছু হয়। প্রতি বছরই বর্ষা কেরালায় কবে ঢুকছে তা জ্যৈষ্ঠে জানিয়ে দেওয়ার চেষ্টা করে আবহাওয়া দফতর। এবারও তাই করল।

আবহাওয়া দফতর জানিয়েছে এবার বর্ষা কেরালায় প্রবেশ করবে নির্ধারিত দিনের ৪ দিন পর। অর্থাৎ ১ জুনের বদলে ৫ জুন কেরালায় প্রবেশ করছে বর্ষা। দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু ওইদিন সমুদ্র থেকে কেরালা উপকূল হয়ে স্থলভাগে প্রবেশ করবে। দেশে শুরু হবে বর্ষা। তারপর ৪ মাস চলবে বর্ষা। জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত। যদিও ঋতু হিসাবে বর্ষা ২ মাসের। কিন্তু তা আদপে ভাদ্র, আশ্বিন পর্যন্ত চলে।

কেরালায় যখন ৪ দিন বাদে প্রবেশ করতে চলেছে বর্ষা, সেখানে আবার আন্দামানে ৬ দিন আগেই ঢুকে পড়ছে বর্ষা। শনিবার ১৬ মে থেকে সেখানে বর্ষা প্রবেশ করার কথা। অবশ্যই কারণ রয়েছে। বঙ্গোপসাগরের ওপর একটি ঘূর্ণিঝড় শক্তিশালী হচ্ছে। তার হাত ধরেই আন্দামানে এবার ৬ দিন আগেই বর্ষার প্রবেশ ঘটছে। এদিকে কেরালায় বর্ষা প্রবেশের ৮ দিন পর পশ্চিমবঙ্গে প্রবেশ করে বর্ষা। এবার তা কবে প্রবেশ করবে সেটা এখনও পরিস্কার নয়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk
Tags: Weather