অমৃতসরে প্রবল ঠান্ডা ও কুয়াশার মধ্যে বাইক সফর, ছবি - আইএএনএস
মাঘের প্রায় শেষে এসে পৌঁছেছে ক্যালেন্ডার। আর কটা দিন বাকি। তার আগে মাঘের ঠান্ডা কিছুটা হলেও টের পাওয়াচ্ছে আবহাওয়া। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৬ ডিগ্রি। স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি কম। ফেব্রুয়ারিতে পৌঁছে কলকাতা শহরের পারদ ১২ ডিগ্রির ঘরে ঘোরাফেরা করা বড় একটা স্বাভাবিক নয়। বরং এই সময় আকাশে বাতাসে ম ম করে বসন্তের গন্ধ। বাতাসে বসন্তের আবেশ।
কলকাতায় কিন্তু ঠান্ডা অব্যাহত রয়েছে। সকালের দিকে কুয়াশাও থাকছে। তবে দুপুরে রোদ চড়া হলে গরম বাড়ছে। তখন একটু সমস্যা হচ্ছে। গায়ে রোদ লাগানোর মত দিনভর ঠান্ডা কিন্তু বিদায় নিয়েছে। রোদের তেজও বেড়েছে। শীতের নরম রোদ আর নেই। সকাল বা সন্ধের পর কিন্তু ঠান্ডা বেজায় অনুভূত হচ্ছে।
কলকাতায় এই সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। বৃষ্টি হলে অবশ্য পারদ চড়বে। ফলে এখন যে ১২-র ঘরে পারদ ঘুরছে তা আর থাকবেনা। সেই বৃষ্টির পর কী ফের ঠান্ডা পড়বে? এটাই এখন প্রশ্ন। তবে শহরবাসী যেমন গ্রীষ্ম বা বর্ষা বিদায়ের কথা শুনলে হাঁফ ছেড়ে বাঁচেন, শীত বিদায়ের কথা শুনলে ততটাই কষ্ট পান। কারণ ক্ষণিকের শীত বিদায় মানেই ফের টানা হয় প্রবল গরম, নয়তো প্যাচপ্যাচে বর্ষা।