Kolkata

রবিবারও ঠান্ডার ব্যাটিং পুরোদমে, সরস্বতী পুজোয় বৃষ্টি নিয়ে কী জানাল হাওয়া অফিস

Published by
News Desk

জানুয়ারি মাসের শেষ রবিবার। তায় আবার প্রজাতন্ত্র দিবস। জোড়া ছুটিতে শহর থেকে গ্রামে শুধু ছুটি আর ছুটি। আর ছুটির আনন্দ দ্বিগুণ হয় যদি আবহাওয়া সঙ্গ দেয়। এদিন ঠিক সেটাই পেলেন রাজ্যবাসী। দারুণ একটা সকাল দিয়ে শুরু হয় দিন। ঝলমলে আকাশ। রোদ গায়ে লাগলে বেশ লাগছে। বাতাসে শীতল ছোঁয়া। গায়ে বেলাতেও গরম পোশাকে তেমন সমস্যা নেই। সকাল থেকেই এদিন পাড়ায় পাড়ায়, ক্লাবে, সংগঠনে, স্কুলে, কলেজে চলেছে জাতীয় পতাকা উত্তোলন। ভারতের জাতীয় সঙ্গীত। তারপর হয়েছে নানা অনুষ্ঠান। ছিল খাওয়া দাওয়ার বন্দোবস্তও।

এসবই চুটিয়ে উপভোগ করতে পেরেছেন সকলে মাঘের দারুণ একটা ঠান্ডা গায়ে মেখে। রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৫ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। দারুণ রোদের মধ্যেও তাই গরমে কষ্ট হয়নি। ছুটি কাজে লাগিয়ে এদিন অনেকেই পিকনিকের আয়োজন করেছিলেন। ফলে পিকনিক স্পটগুলোতে ছিল ভিড়। ফেব্রুয়ারি পড়ে গেলে গরমও বাড়বে। আগের অভিজ্ঞতা তাই বলছে। তাই আর পিকনিকের সুযোগ মিলবে না।

অনেক পাড়ায় আবার দিনটিকে সামনে রেখে আয়োজন হয় অনেক রংবেরঙয়ের অনুষ্ঠানের। অনেক পাড়ায় এক টুকরো মাঠ থাকলে সেখানে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন হয়। সব মিলিয়ে প্রজাতন্ত্র দিবস, রবিবার ও দারুণ উপভোগ্য ঠান্ডার মিলনে দিনটা মনে রাখার মত করেই কাটিয়েছেন অনেকে। এদিকে আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছে এই দারুণ ঠান্ডার মাঝেই সরস্বতী পুজোয় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবারই সরস্বতী পুজো। এবার অবশ্য বৃহস্পতিবারও অনেকের সরস্বতী পুজো করার সুবিধা রয়েছে। কিন্তু বৃষ্টি হলে সরস্বতী পুজোর আনন্দ মাটি হতেই পারে।

Share
Published by
News Desk