Kolkata

মাঘের মুখ রাখল ফিরতি শীত, আরও ঠান্ডার পূর্বাভাস

Published by
News Desk

ঠান্ডা বিদায় নিয়েছে বলেই ধরে নিয়েছিলেন সকলে। অনেকে গরম জামা কেচে আলমারিতে তোলাও শুরু করেছিলেন। আর ঠিক সেই সময়ই আচমকা ফিরে এল ঠান্ডা। মাঘের শুরুটা গরমে কাটলেও মাঘের ঠান্ডার মুখ রেখেছে ফিরে আসা শীতের দ্বিতীয় ইনিংস। মঙ্গলবার পারদ নেমেছিল ১৩.৮ ডিগ্রিতে। বুধবার তা নামল ১৩.৬ ডিগ্রিতে। ফলে ঠান্ডার অনুভূতি স্পষ্ট। নতুন করে গরমজামা চাপতে শুরু করেছে শরীরে।

পূর্বাভাস বলছে, সপ্তাহের শেষের দিনগুলোয় যথেষ্ট ঠান্ডা থাকবে শহরে। কাশ্মীর, হিমাচলে প্রবল তুষারপাত হচ্ছে। যার ওপর দিয়ে বয়ে আসা বাতাস কনকনানি নিয়ে রাজ্যে হাজির হবে। উত্তরবঙ্গে রয়েছে বৃষ্টির পূর্বাভাস। বিশেষত উত্তরবঙ্গের পাহাড়ি এলাকায় বৃষ্টি হতে পারে। ঠান্ডা সেখানে আরও বাড়বে। দক্ষিণবঙ্গ জুড়েই ভাল ঠান্ডা থাকবে।

পশ্চিমী ঝঞ্ঝার জেরে এবার ঠান্ডা জাঁকিয়ে পড়েছে। আবার বাধাও পেয়েছে। শহরে বর্ষাকালের মত বৃষ্টি হয়েছে এই শীতে। আবার গরমও পড়েছে এই শীত। শীতকালে এমন আবহাওয়ার খামখেয়ালিপনার পিছনে রয়েছে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। তবে এই দ্বিতীয় ইনিংসের ঠান্ডার পর আর কতটা ঠান্ডা থাকবে তা নিয়ে প্রশ্ন রয়েছে।

Share
Published by
News Desk