Kolkata

৩ দিন পতনের পর একটু বাড়ল পারদ

Published by
News Desk

গত বুধ, বৃহস্পতি ও শুক্রবার পারদ পতনের পর শনিবার একটু বাড়ল তাপমাত্রা। শনিবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ১২.৭ ডিগ্রি। গত শুক্রবার যা ছিল ১১.৬ ডিগ্রি। যদিও শনিবারের তাপমাত্রাও হাওয়া অফিসের হিসাবে স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি কম। এদিকে বুধবার শহরে যেভাবে ঝুপ করে ঠান্ডা নেমেছে, আর বৃহস্পতিবার তা লাফিয়ে নেমে যেভাবে হাড় কাঁপিয়েছে তাতে শহর এখন বেশ ঠান্ডা। টানা ঠান্ডা থাকলে বাতাসে দিনভরই একটা ঠান্ডা ভাব বজায় থাকে। দুপুরেও তাই রয়েছে। শনিবার অবশ্য বেলা পর্যন্ত রোদ ভাল ওঠেনি। একটা পাতলা মেঘের আস্তরণ ছিল।

যা পূর্বাভাস তাতে রবিবার সর্বনিম্ন তাপমাত্রা ১৩-র আশপাশেই ঘোরাফেরা করবে। এদিকে ঠান্ডা পড়তেই বাহারি গরম পোশাকে শরীর মুড়েছেন সকলে। শনিবার ছুটির দিন হওয়ায় অনেকেই পরিবার নিয়ে বেড়িয়ে পড়েছেন বাইরে। কলকাতার বিনোদন স্থলগুলিতে তাই ভিড় এদিন যথেষ্ট ছিল। অনেক স্কুলে ছুটি পড়েছে বা পড়বে পড়বে করছে। ফলে বছরান্তের ছুটিতে মনটা এখন বেশ উড়ুউড়ু।

পিকনিকের আয়োজন হচ্ছে। অনেকেই শীত পড়তেই সপ্তাহ শেষে চুটিয়ে একটা বনভোজনের বন্দোবস্ত করেছেন। সব মিলিয়ে শহরে এখন ছুটির মেজাজ। মোলায়েম রোদ গায়ে মেখে কটা দিনের হাতে গোনা শীত তাড়িয়ে উপভোগ করে নেওয়া। সেইসঙ্গে বাজারে শীতের আনাজের পাশাপাশি হাজির খেজুরের গুড়, পাটালি, মোয়া, কেক। যার রসনা তৃপ্তি নতুন করে বলার অপেক্ষা রাখে না।

Share
Published by
News Desk